Agniveer Gd Recruitment 2025: রাজ্যের বেশিরভাগ ছেলের স্বপ্নই ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত হওয়া। দেশের বেশিরভাগ যুবক মায়ের মতো ভালোবাসে এবং শ্রদ্ধা করে তার সাথে দেশ রক্ষার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে এগিয়ে আসতে চায়। পশ্চিমবঙ্গের এবং সিকিম রাজ্যের বেশ কিছু ছেলেদের অগ্নিবীর পদে নিয়োগ করা হবে। দেশের প্রতি দায়িত্ব অটুট রাখার জন্য প্রধানমন্ত্রী উদ্যোগে অগ্নিবীর পদে নিয়োগ করা শুরু হয়েছিল।
গুরুত্বপূর্ণ তারিখ
| আবেদন শুরু | …. |
| আবেদন শেষ | ১০/০৪/২০২৫ |
পদের নাম(Agniveer Gd Recruitment 2025)
এখানে যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল–
- অগ্নিবীর (জেনারেল )
- অগ্নিবীর (টেকনিক্যাল )
- অগ্নিবীর(ক্লার্ক)
- অগ্নিবীর(ট্রেডসম্যান)
বয়সীমা
এখানে(Agniveer Gd Recruitment 2025) আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন 17 বছর 5 মাস থেকে সর্বোচ্চ 21 বছর পর্যন্ত।
Read More: স্টেট ব্যাংকে FLC পদে একাধিক কর্মী নিয়োগ। এখনই আবেদন করুন!
বেতনসীমা
এটি একটি চুক্তিভিত্তিক নিয়োগ এখানে অগ্নিবির পদে যুবকদের মোট চার বছরের জন্য নিয়োগ করা হবে প্রতিবছর বেতনের পরিমাণ আলাদা হবে। চার বছরের কর্মজীবনে মোট ১০ লক্ষ ৪ হাজার টাকার একটি বেতনের প্যাকেজ পাবেন নিযুক্ত কর্মীরা।
শিক্ষাগত যোগ্যতা(Agniveer Gd Recruitment 2025)
এখানে যেহেতু পাঁচটি আলাদা আলাদা পথ রয়েছে। তাই ভিন্ন ভিন্ন পরের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যেমন–
অগ্নিবীর জেনারেল- যেকোনো সরকারি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পরীক্ষায় ৪৫ শতাংশ নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে তবেই এখানে আবেদন জানাতে পারবেন এছাড়াও আবেদন করি প্রার্থীদের গাড়ি চালানোর দক্ষতা এবং গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে।
অগ্নিবীর টেকনিক্যাল- যেকোনো সরকারি বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের রসায়নবিদ্যা পদার্থবিদ্যা এবং অংক ইংরেজি বিষয় মিলিয়ে ৪০ শতাংশ নম্বর পেতে হবে এছাড়াও উচ্চমাধ্যমিকের যোগ্যতা না থাকলেও মাধ্যমিকের সঙ্গে সঙ্গে প্রার্থীদের আইটিআই অথবা উচ্চমাধ্যমিকের পাশাপাশি আইটিআই যোগ্যতা থাকতে হবে। তবেই এই পদে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা।
অগ্নিবীর ক্লার্ক- এখানে আবেদন জানাতে গেলে ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে উচ্চ মাধ্যমিকে।
অগ্নিবীর ট্রেডসম্যান- যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করলেই আবেদন জানাতে পারবেন।
অগ্নিবীর ট্রেডসম্যান- যে কোন স্বীকৃতি বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাস করলেই আবেদন করতে পারবেন।
যে যে জেলা থেকে আবেদন জানাতে পারবেন
প্রধানমন্ত্রীর উদ্যোগের এই অগ্নিবীর নিয়োগে বিজ্ঞপ্তি অনুসারে জানা গেছে যে যে জেলা থেকে আবেদন করতে পারবেন সেগুলি হল পশ্চিমবঙ্গ এবং সিকিম রাজ্যের যুবকরা এখানে নিয়োগ হতে পারবেন। এছাড়াও উত্তরবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার দার্জিলিং মালদা কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি তোর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলার যুবকরাও এখানে আবেদন জানাতে পারবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট
আবেদনপত্রের সঙ্গে যে যে ডকুমেন্টগুলি অত্যন্ত প্রয়োজনীয় সেগুলি হল-
আধার কার্ড
এখানের প্রমাণ পত্র
শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
বয়সের প্রমাণপত্র
নিয়োগ প্রক্রিয়া
এখানে চাকরিতে নিযুক্ত হওয়ার আগে প্রার্থীদের প্রথম একটি লিখিত পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপর তাদের মেডিকেল পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট পদে নিয়োগ প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
উল্লেখিত পদে(Agniveer Gd Recruitment 2025) আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে অনলাইন এর মাধ্যমে নিজেদের নাম এবং সমস্ত তথ্য রেজিস্টার করতে হবে তারপর আবেদন পত্রটি সঠিক প্রক্রিয়ায় ফিলাপ করে নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে। এবং আবেদন মূল্য বাবদ ২৫০ টাকা করে ধার্য করা হয়েছে প্রত্যেক আবেদনকারী প্রার্থীদের জন্য।
প্রয়োজনীয় লিংক
| Official Link | Click Here |
| Official Website | Download PDF |









