PM Jan Arogya Yojana 2025: সরকার দিচ্ছে বিনামূল্যে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা! এখনই আবেদন করুন ।

By Ipsita Dey

Published On:

Follow Us
PM Jan Arogya Yojana 2025

PM Jan Arogya Yojana 2025: সরকার দিচ্ছে বিনামূল্যে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা! এখনই আবেদন করুন । ভারতবর্ষের প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য রক্ষার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দুর্দান্ত এক প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দেশবাসী স্বাস্থ্য বীমা থেকে শুরু করে একাধিক চিকিৎসা গত সুযোগ সুবিধা পাবেন। সম্প্রতি দেশের দুর্বল পরিবার গুলির প্রবীণ নাগরিকদের জন্য এই প্রকল্পের আওতায় দুর্দান্ত সুযোগ-সুবিধা শুরু করছে কেন্দ্রীয় সরকার।

দেশের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির পাশে একাধিক ভাবে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতবাসীর জন্য শুরু করা একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এটি মূলত একটি স্বাস্থ্য বীমা যোজনা যার মাধ্যমে সম্প্রতি দরিদ্র পরিবারগুলির প্রবীণ সদস্যদের জন্য চিকিৎসাগত একাধিক সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। এই দুর্দান্ত প্রকল্পে আবেদনের পদ্ধতি এবং যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আজকের প্রতিবেদনটি পড়বেন।

Read More: স্টেট ব্যাংকে FLC পদে একাধিক কর্মী নিয়োগ। এখনই আবেদন করুন!

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা

সম্প্রতি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির উদ্যোগে (PM Jan Arogya Yojana 2025) আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে দেশের প্রবীর নাগরিকদের ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান করার অঙ্গীকার নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের মাধ্যমে মূলত ৭০ বছর বা তার অধিক বয়সী নাগরিকরা চিকিৎসগত একাধিক সুযোগ-সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।

আয়ুষ্মান ভারত প্রকল্পের সুযোগ সুবিধা

এই প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের প্রবীণ নাগরিকদের চিকিৎসার ক্ষেত্রে একাধিক সুযোগ-সুবিধা প্রদান করা হয়। এই প্রকল্পের মাধ্যমে প্রদত্ত স্বাস্থ্য পরিষেবা গুলির মধ্যে রয়েছে-

১) স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন রোগব্যাধি নিবারণের ডাক্তারি পরামর্শ
২) স্বল্প মরলে ওষুধের ব্যবস্থা
৩) হাসপাতালে ভর্তি হওয়ার বিভিন্ন খরচ
৪) চিকিৎসা ইমপ্লান্টেশন পরিষেবা
৫) রোগের ডায়াগনোসিস
৬) হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ১৫ দিন পর্যন্ত বিভিন্ন পরিষেবা
৭) চিকিৎসার সময় খাদ্য পরিষেবা ইত্যাদি।

আবেদনের যোগ্যতা

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির উদ্যোগে শুরু হওয়া আয়ুষ্মান ভারত প্রকল্পে ভারতবর্ষের ৭০ বছরের ঊর্ধ্বে বয়সী নাগরিকরা এই প্রকল্পে আবেদন জানাতে পারেন। এছাড়াও কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প, আয়ুষ্মান CAPF, অথবা ECHS এর মতো স্বাস্থ্য পরিষেবা গুলির অন্তর্ভুক্ত উপভোক্তারা এই প্রকল্পের মাধ্যমে চিকিৎসার সুযোগ সুবিধাগুলি পেয়ে থাকেন।

How To Apply For PM Jan Arogya Yojana 2025?

উল্লেখিত প্রকল্পে আবেদনে ইচ্ছুক সকল প্রবীণ নাগরিকরা https://abdm.gov.in -এই অফিসার ওয়েবসাইটে গিয়ে প্রথমেই আবেদনের যোগ্যতাগুলি ভালোভাবে জেনে নেবেন। এরপর নিকটবর্তী PMJAY কিয়স্কে গিয়ে অনুমোদিত এজেন্টের দ্বারা আধার কার্ড এবং রেশন কার্ড যাচাই করে নিন। এরপর প্রয়োজনীয় নথিপত্র জমা করে দিলেই AB-PMJAY আইডি যোগ্য উপভোক্তার জন্য বরাদ্দ করা হবে। একবার আইডি কার্ড পেয়ে গেলে এই প্রকল্পের সকল সুযোগ সুবিধা পেতে আপনি সক্ষম হবেন।

প্রয়োজনীয় লিঙ্ক

PM Jan Arogya Yojana 2025Click Here

Leave a Comment