WB BLF Recruitment 2025: বেকার যুবক-যুবতীদের জন্য রয়েছে দারুণ সুখবর কৃষ্ণনগর রাজ্যের ব্লক অফিসে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। নিয়োগ সম্পর্কিত বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
গুরুত্বপূর্ণ তারিখ
| আবেদন শুরু | …… |
| আবেদন শেষ | ০৯/০৪/২০২৫ |
পদের নাম
এখানে যে পদে নিয়োগ করা হবে সেটি হল ব্লক লেভেল ফেসিলিটেটর।
বয়সসীমা
এখানে(WB BLF Recruitment 2025) আবেদন করার জন্য প্রাথমিক বয়স সর্বনিম্ন ২৫ বছর থেকে সর্বোচ্চ বয়স ৬০ বছরের মধ্য হতে হবে। এছাড়াও তাদের বয়স ০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী হিসাব করা হবে।
Read More: ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ, ছেলে মেয়ে উভয়ই আবেদন করুন।
বেতন সীমা
এখানে কর্মরত ব্যক্তিদের মাসিক বেতন ১২, ৫০০/- টাকা করে প্রধান করা হবে এছাড়াও আরো এক্সট্রা ৫০০০/- টাকা ডি এ এবং টি এ বাবদ পাবে।
শিক্ষাগত যোগ্যতা(WB BLF Recruitment 2025)
পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এছাড়াও কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। সাথে আরো মাইনরিটি কালচার ও wakf এর জ্ঞান থাকতে হবে। এছাড়াও দু বছরের অভিজ্ঞতারও প্রয়োজন
প্রয়োজনীয় ডকুমেন্ট
- বয়সের প্রমাণপত্র
- জাত সংস্থাপত্র
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আধার বা ভোটার কার্ড
- কম্পিউটার সার্টিফিকেট
- অভিজ্ঞতা সার্টিফিকেট
- দুই কপি পাঁচ টাকার ডাক টিকিট
- দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
আবেদন প্রক্রিয়া
প্রথমে নিচে দেওয়া অফিশিয়াল লিংকে ক্লিক করে সেটিকে a4 পেজে প্রিন্ট আউট বের করে সঠিকভাবে পরিপূর্ণ করে তারপর সেটির সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট কপি দিয়ে সঠিক ঠিকানায় পৌঁছে দিতে হবে
ঠিকানা
Sub- Divisionar Officer, Sadar, Nadia Krishnanagar
নিয়োগ প্রক্রিয়া
নিয়োগের আগে এখানে একটি লিখিত পরীক্ষা হবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে অনলাইন টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে কর্মীদের নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
| WB BLF Recruitment 2025 | Click Here |
| Official website | Download Pdf |









