Mahadiscom Recruitment 2025: ইলেকট্রিশিয়ান এবং ওয়্যারম্যান পদে নিয়োগ! ৮০টি শুন্য পদ রয়েছে।

By Ipsita Dey

Published On:

Follow Us
Mahadiscom Recruitment 2025

Mahadiscom Recruitment 2025: মহারাষ্ট্র রাজ্যে বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড ইলেকট্রিশিয়ান এবং ওয়াটারম্যান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে স্পষ্ট ভাবে জানানো গেছে ৮০ শূন্য পদ রয়েছে যেখানে কর্মী নিয়োগ করা হবে। যারা এই কাজে আগ্রহী তারা আবেদন পত্রটি ভালোভাবে পড়ে এবং দেখে আবেদন করে ফেলুন।

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২৫/০৩/২০২৫
আবেদন শুরু০১/০৪/২০২৫
আবেদন শেষ০৯/০৪/২০২৫

নিয়োগ কারী সংস্থা

মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড।

পদের নাম

এখানে(Mahadiscom Recruitment 2025) যে যে পদে নিয়োগ করা হবে সেগুলি হল-

ইলেকট্রিশিয়ান ও ওয়ারম্যান

Read More: টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এ কর্মী নিয়োগ! বেতন ৩৫,০০৬ টাকা।

শূন্য পদের সংখ্যা

ইলেকট্রিশিয়ান পদের ৪০ টি এবং ওয়াইরম্যান পদে ৪০ টি অর্থাৎ মোট ৮০টি শুন্য পদ রয়েছে।

বয়স সীমা

আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছর হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা(Mahadiscom Recruitment 2025)

উপরের যেকোনো পদে আবেদন করতে গেলে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে (ইলেকট্রিশিয়ান ওয়্যারম্যান) বা আইটিআই পাশ করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  • ব্যক্তিগত তথ্যের প্রমাণপত্র।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  • যোগাযোগের তথ্য।
  • এক কপি রঙিন ছবি।

আবেদন প্রক্রিয়া

প্রথমে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি টি ভালোভাবে দেখে নেবেন ।নিজের নাম এবং সম্পূর্ণ তথ্য দিয়ে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করবেন। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি এবং এক কপি ছবি দিয়ে নির্দিষ্ট সাইজে আপলোড করবেন ।

নিয়োগ প্রক্রিয়া

প্রথমে একটি লিখিত পরীক্ষা হবে প্রাসঙ্গিক ট্রেন এবং কারিগারি দক্ষতা জ্ঞানের ভিত্তিতে মূল্যায়ন করে। তারপর নথি পত্র যাচাই করে মূল নথি উপস্থাপন করতে হবে।

Important Link

Mahadiscom Recruitment 2025Click Here

Leave a Comment