Nadia District DEO Job Recruitment 2025: ম্যাজিস্ট্রেট অফিসে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ, এখনই আবেদন করুন।

By Ipsita Dey

Published On:

Follow Us
Nadia District DEO Job Recruitment 2025

চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুখবর। ম্যাজিস্ট্রেট দপ্তরের তরফ থেকে ডিও পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে ৪০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? কিভাবে নিয়োগ হবেন? সমস্ত কিছু জানতে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু….
আবেদন শেষ৩১/০৩/২০২৫

নিয়োগ কারী সংস্থা

নদীয়া জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টর অফিস।

পদের নাম

এখানে(Nadia District DEO Job Recruitment 2025) যে পদে নিয়োগ করা হবে সেটি হল ডাটা এন্ট্রি অপারেটর।

শূন্য পদের সংখ্যা

মোট চারটি শূন্য পদ রয়েছে, যেখানে কর্মী নিয়োগ করা হবে।

Read More: আইআইটি ভিলাই নিয়োগ,বেতন শুরু ২৫,০০০/- টাকা থেকে।

বয়স সীমা

আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের বয়স ০১/০১/২০২৫ অনুযায়ী হিসাব করা হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে যথাযথ ছাড় পাবেন।

বেতন সীমা(Nadia District DEO Job Recruitment 2025)

আবেদন করার পর কর্মী হিসেবে নিযুক্ত হলে আপনার বেতন প্রতি মাসে ১৬০০০ টাকা করে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

এখান্তি(Nadia District DEO Job Recruitment 2025) আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে এবং তার সাথে অবশ্যই কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকা প্রয়োজন। এবং একটি সার্টিফিকেট থাকতে হবে তবে এখানে আবেদন করা যাবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  1. বয়সের প্রমাণপত্র।
  2. জাত সংস্থাপত্র।
  3. যেকোনো একটি আইডি প্রুফ।
  4. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র বা সার্টিফিকেট।
  5. পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

আবেদন প্রক্রিয়া(Nadia District DEO Job Recruitment 2025)

আবেদনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। প্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম সহ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। সঠিক ভাবে ফর্মটি ফিলাপ করে ডকুমেন্টগুলি একসাথে আপলোড করতে হবে নির্দিষ্ট সময় এবং তারিখের মধ্যে।

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থীদের প্রথমে একটি লিখতে পরীক্ষা দিতে হবে তারপর অনলাইন পরীক্ষা ওই ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

Important Link

Official LinkClick Here
Official WebsiteDownload PDF

Leave a Comment