Block Development Vacancy 2025: সহকারী হিসাব রক্ষক এবং সুপারভাইজার পদে কর্মী নিয়োগ।

By Ipsita Dey

Published On:

Follow Us
Block Development Vacancy 2025

Block Development Vacancy 2025: ব্লক ডেভেলপমেন্ট অফিসের পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানা গেছে এপ্রিল মাস থেকে পশ্চিমবঙ্গ সরকার এখানে প্রার্থীদের নিয়োগ প্রদান করবেন। আপনি যদি এই কাজে আগ্রহী হন, এবং এই কাজের জন্য উপযুক্ত হন তাহলে দেরি না করে আজই আবেদন সম্পন্ন করে ফেলুন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু…..
আবেদন শেষ২৫/০৪/২০২৫

নিয়োগ কারী সংস্থা- বিডিও অফিস বাঁকুড়া।

পদের নাম

এখানে(Block Development Vacancy 2025) যে যে পদে নিয়োগ করা হবে সেগুলি হল- সহকারী হিসাব রক্ষক, সুপারভাইজার।

শূন্য পদের সংখ্যা

এখানে মোট দুটি পদে কর্মী নিয়োগ করা হবে।

Read More:  FLC কাউন্সেলর পদে কর্মী নিয়োগ! মাসিক বেতন ১৮ হাজার।

বয়স সীমা

আবেদানকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৬৩ বছরের মধ্যে হতে হবে। তাদের বয়স ০১/০১/২০২৫ অনুযায়ী হিসাব করা হবে।

বেতন সীমা

এখানে আবেদন করার পর চাকরি পেয়ে গেলে প্রার্থীদের বেতন হবে সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ১১ হাজার টাকা পর্যন্ত।

আবেদনের যোগ্যতা(Block Development Vacancy 2025)

আবেদন করার আগে পেত থেকে অবশ্যই অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ব্যক্তি হতে হবে। আবেদনকারীকে বাঁকুড়ার বাসিন্দা হতে হবে। কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। হিসাব রক্ষক এবং গ্রুপ সি এর সমতুল্য অবসরপ্রাপ্ত কর্মচারী হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  1. বয়সের প্রমাণপত্র।
  2. আবাসিক শংসাপত্র।
  3. পিপিও শংসাপত্র।
  4. বেসিক পে সার্টিফিকেট।
  5. ইপিআইসি।

আবেদন প্রক্রিয়া(Block Development Vacancy 2025)

প্রথমে অফিসের বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে এবং বুঝে নেবেন। তারপর নিজের নাম মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন। প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি একত্রিত করে একসঙ্গে ফর্ম সহ নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিলে আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণ হবে।

নিয়োগ প্রক্রিয়া

ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক প্রার্থীদের বাছাই করে নিয়োগ প্রদান করা হবে।

Official LinkClick Here
Official WebsiteDownload PDF

Leave a Comment