DRDO ADRE Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে DRDO- আর্মামেন্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট স্টাবলিশমেন্ট ADRE বিভিন্ন ট্রেনে আইটিআই শিক্ষানিবেশ প্রশিক্ষণের জন্য সংস্থার পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। সেখানে ৭০টি শুন্য পদ রয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করুন। ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনেস্ট এবং আরও বিভিন্ন পদে।
গুরুত্বপূর্ণ তারিখ
| আবেদন শুরু | ০৪/০৪/২০২৫ |
| আবেদন শেষ | ২০/০৪/২০২৫ |
Read More: বিসি সুপারভাইজার পদের জন্য আবেদন করুন।
পদের বিবরণ(DRDO ADRE Recruitment 2025)
| পদের নাম | শূন্য পদের সংখ্যা |
| ইলেকট্রিশিয়ান | ০৮টি |
| ফিটার | ১৭টি |
| যন্ত্রবিদ | ০৮টি |
| মেশিনিস্ট গ্রাইন্ডার | ০১টি |
| মেকানিক মেশিন টুল রক্ষণাবেক্ষণ | ০১টি |
| কম্পিউটার অপারেটর ও প্রোগ্রামিং সহকারী | ১৬টি |
| মেকানিক মোটরযান | ০১টি |
| রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং | ০১টি |
| ফটোগ্রাফার | ০২টি |
| টার্নার | ১০টি |
| ওয়েল্ডার | ০২টি |
| কাঠমিস্ত্রি | ০১টি |
| ড্রাফটসম্যান মেকানিক্যাল | ০২টি |
বয়স সীমা
আবেদন করি প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের বয়স ০১/০৪/২০২৫ তারিক অনুযায়ী হিসাব করা হবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে যথাযথ ছাড় দেওয়া হবে।
বেতন সীমা
এখানে কর্মরত ব্যক্তিদের মাসিক বেতন ১৩ হাজার টাকা করে প্রদান করা হবে।
আবেদান প্রক্রিয়া(DRDO ADRE Recruitment 2025)
প্রথমে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিন। তারপর নিজে নিজে ট্রেডে শিক্ষা নেবিষ পদের জন্য আবেদন করুন। আরিয়ান প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
| Official Link | Click Here |
| Official Website | Download PD |









