NIOS Recruitment 2025: ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ- ইন্সপেক্টর ফর ডেফ) এবং সিনিয়র এক্সিকিউটিভ অফিসার(ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ- ইন্টারপ্রেটর) পদে কর্মী নিয়োগ করা হবে। এটি একটি চুক্তিভিত্তিক নিয়োগ, প্রতিমাসে মোটা অংকের বেতন প্রদান করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
| বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৬/০৩/২০২৫ |
| আবেদন শেষ | ১৫/০৪/২০২৫ |
পদের নাম
এখানে(NIOS Recruitment 2025) যে যে পদে নিয়োগ করা হবে সেগুলি হল- সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ- ইন্সপেক্টর ফর ডেফ) এবং সিনিয়র এক্সিকিউটিভ অফিসার(ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ- ইন্টারপ্রেটর)।
শূন্য পদের সংখ্যা
মোট তিনটি শূন্য পদ রয়েছে।
Read More: অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডন্ট পদের জন্য আজই আবেদন করুন।
বয়স সীমা
আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন সীমা
এখানে কর্মরত ব্যক্তিদের প্রতি মাসের ৩৬ হাজার ৩০০ টাকা করে বেতন প্রদান করা হবে
আবেদনের যোগ্যতা(NIOS Recruitment 2025)
সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (ইন্ডিয়ান সাইন লেঙ্গুয়েজ- ইন্সট্রাক্টর ফর ডেফ)- যেকোনো বিষয়ে যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী পাস করতে হবে। টিচিং ইন্ডিয়ান সাইন লেঙ্গুয়েজে(ডিটিআইএসএল) ডিপ্লোমা বা সমতুল্য কোন কোর্স থাকতে হবে। ভারতীয় সাংকেতিক ভাষায় দক্ষতা থাকতে হবে।
সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (ইন্ডিয়ান সাইন লেঙ্গুয়েজ- ইন্টারপ্রেটার)- যেকোনো বিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে দ্বাদশ
শ্রেণী পাস করতে হবে। ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টার ট্রেডিং(ডি আই এস এল আই) এ ডিপ্লোমা থাকতে হবে বা সমতুল্য কোন কোর্স থাকতে হবে ।
আবেদন প্রক্রিয়া
আবেদন ফরমটি সঠিক প্রক্রিয়ায় ফিলাপ করে জমা দিয়ে দিতে হবে অনলাইনের মাধ্যমে বা আবেদনকারী কে সেটির প্রিন্ট বের করে স্পিড পোস্টের মাধ্যমে প্রয়োজনীয় নথি গুলি একত্রিত করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
ঠিকানা
NIOS অফিসে A-24-25, ইনস্টিটিউশনাল এরিয়া, সেক্টর 62, NOIDA, উত্তরপ্রদেশ – 201309
আবেদন ফি
প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কোন প্রযোজ্য নেই।
সাধারণ আবেদনকারীদের জন্য ৫০ টাকা দিতে হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
| Official Link | Click Here |
| Official Website | Download PDF |









