BHEL Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। ভারত হেবি ইলেকট্রিক্যালস লিমিটেড এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ BHEL তাদের নতুন দিল্লিতে অবস্থিত কর্পোরেট অফিসে CMP স্পেশালিস্ট পদের জন্য কর্মী নিয়োগ করবেন। এটি একটি চুক্তিভিত্তিক নিয়োগ, এখানে যথেষ্ট পরিমাণে মোটা অংকের একটা বেতন প্রদান করা হবে। আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে আজকের প্রতিবেদনটি ভালোভাবে দেখে নিন।
গুরুত্বপূর্ণ তারিখ
| ইন্টারভিউ সময় | ২২/০৪/২০২৫ (সকাল দশটা) |
পদের নাম
এখানে(BHEL Recruitment 2025) যে পদে নিয়োগ করা হবে সেটি হলে চুক্তিভিত্তিক চিকিৎসা অনুশীলনকারী (বিশেষজ্ঞ)।
শূন্য পদের সংখ্যা
একটি শূন্য পদ রয়েছে।
Read More: রাজকোট পৌর কর্পোরেশনে কর্মী নিয়োগ, ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করুন।
বয়স সীমা
সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, তবে এখানে আপনার বয়স ০১/০৪/২০২৫ তারিখ অনুযায়ী হিসাব করা হবে। তাছাড়া বয়সের ক্ষেত্রে যথাযথ পরিমাণে ছাড় দেওয়া হবে।
বেতন সীমা
এখানে কর্মরত ব্যক্তিদের বেতন হিসাবে ১,১০,৪০০/-টাকা করে প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা(BHEL Recruitment 2025)
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ইন্টারনাল মেডিসিন, রেস্পিরেটরি মেডিসিন, মাইক্রোবায়োলজি, বুক ও টিবি, বায়োকেমিস্ট্রি, এবং ফিজিওলজিতে এমডি বা ডিএনডিসহ এমবিবিএস যোগ্যতা থাকতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
- পরিচয় এর প্রমাণ পত্র
- অভিজ্ঞতার প্রমাণপত্র
- এমবিবিএস এবং পিজি সার্টিফিকেট
- মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি
আবেদন প্রক্রিয়া
আবেদনকারী বায়োডাটা নিয়ে ইন্টারভিউ এর দিন সকালবেলা নির্দিষ্ট টাইমে পৌঁছে গিয়ে সমস্ত ডকুমেন্ট গুলি একত্রিত করে আবেদন পত্রটি জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
ঠিকানা
গ্রাউন্ড ফ্লোর, কনফারেন্স হল, ভেল হাউস, সিরি ফোর্ট, নয়াদিল্লি – ১১০০৪৯।
প্রয়োজনীয় লিঙ্ক
| Official Link | Click Here |
| Official Website | Download PDF |









