IRCON Recruitment 2025: ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষ থেকে ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ, ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন।

By Ipsita Dey

Published On:

Follow Us
IRCON Recruitment 2025

IRCON Recruitment 2025: ইন্টারন্যাশনাল লিমিটেড এর পক্ষ থেকে নিয়োগ প্রদানের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তারা তাদের সর্বশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে IRCON ম্যানেজার/কোম্পানি অ্যাফেয়ার্স, এসিস্ট্যান্ট ম্যানেজার/কোম্পানি অ্যাফেয়ার্স পদে নিয়োগ করবেন বলে জানিয়েছেন। যদি আপনি এই পদে আবেদন করতে চান, তাহলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণভাবে পড়ে এবং ভালোভাবে বুঝে নিয়ে আবেদন করুন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু১২/০৪/২০২৫
আবেদন শেষ০২/০৫/২০২৫

Read More: কলকাতা চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে কর্মী নিয়োগ!

পদের বিবরণ(IRCON Recruitment 2025)

পদের নামশূন্য পদের সংখ্যাবয়স সীমাআবেদনের যোগ্যতা
ম্যানেজার বা কোম্পানি অ্যাফেয়ার্স০১৩৭ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেনআইসিএসআই এর ফেলো/অ্যাসো সিট সদস্য এলএলবি অগ্রধিকার যোগ্য।কম্পিউটারের সম্বন্ধে জ্ঞান থাকতে হবে
সহকারি ব্যবস্থাপক বা কোম্পানি বিষয়ক০১৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেনআইসিএসআই এর ফেলো/অ্যাসো সিট সদস্য এলএলবি অগ্রধিকার যোগ্য।কম্পিউটারের সম্বন্ধে জ্ঞান থাকতে হবে

প্রয়োজনীয় ডকুমেন্ট

  • জন্ম তারিখের প্রমাণপত্র
  • ঠিকানার প্রমাণ পত্র
  • যোগ্যতার প্রমাণপত্র
  • অভিজ্ঞতার প্রমাণপত্র
  • বেতন স্কেল
  • জাতিগত সংস্থাপত্র
  • ১০০০ টাকা ডিমান্ড ড্রাফ্ট
  • আই সি এস আই সদস্য প্রমাণপত্র

আবেদন প্রক্রিয়া(IRCON Recruitment 2025)

প্রথমে অফিসিয়াল লিংকে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করে সেটি এ ফোর পেজে প্রিন্ট আউট করে সঠিকভাবে ফিলাপ করে জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে।

ঠিকানা

জয়েন্ট জেনারেল ম্যানেজার/এইচআরএম,
আইআরকন ইন্টারন্যাশনাল লিমিটেড,
সি-৪, ডিস্ট্রিক্ট সেন্টার, সাকেত,
নয়াদিল্লি – ১১০০১৭

নিয়োগ প্রক্রিয়া

প্রথমে একটি লিখিতপরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে। তারপরে প্রার্থীদের ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। সবশেষে এদের মধ্যে একটি মেধা তালিকা বের করা হবে এবং সেই তালিকায় কোন কোন প্রার্থীদের নির্বাচন করা হয়েছে সেটি ইমেইলের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

প্রয়োজনীয় লিংক

Official LinkClick Here
Official WebsiteDownload PDF

Leave a Comment