Spices Board Recruitment 2025: কারিগরি বিশ্লেষণ পদে কর্মী নিয়োগ, ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করুন।

By Ipsita Dey

Published On:

Follow Us
Spices Board Recruitment 2025

Spices Board Recruitment 2025: ভারতের স্পাইসেস বোর্ড তামিলনাড়ুর টুটিকোরিনে তাদের মান মূল্যায়ন পরীক্ষাগারে চুক্তিভিত্তিক টেকনিক্যাল এনালিস্ট পদের জন্য নিয়োগ করা হবে। এটি একটি চুক্তিভিত্তিক নিয়োগ। এখানে বেশ ভালো অংকের বেতন প্রদান করা হবে বলে জানানো হয়েছে। আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে আজকের প্রতিবেদনটি ভালোভাবে দেখে নিন।

গুরুত্বপূর্ণ তারিখ

ইন্টারভিউ এর তারিখ০৫/০৫/২০২৫ (সকাল দশটা)

পদের নাম

এখানে(Spices Board Recruitment 2025) যে পদে নিয়োগ করা হবে সেটি হল কারিগরি বিশ্লেষণ (রসায়ন)

শূন্য পদের সংখ্যা

একটি শূন্য পদ রয়েছে।

Read More: বিহার স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে কর্মী নিয়োগ, ২০১ টি শূন্য পদ রয়েছে।

বয়স সীমা

এখানে আবেদনকারী প্রার্থীদের সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। তাছাড়াও প্রার্থীদের বয়স ০৫/০৫/২০২৫ অনুযায়ী হিসাব করা হবে।

বেতন সীমা

আপনি আবেদন করার পর যদি চাকরি পেয়ে যান তাহলে আপনার মাসিক বেতন ৩০ হাজার টাকা করে প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বা ফলিত রসায়ন বা বিশ্লেষণাত্মক রসায়ন বা জৈব রসায়ন বিষয়ে স্নাতকোত্তার ডিগ্রি অর্জন করতে হবে।
খাদ্যমান পরীক্ষার ল্যাবে কমপক্ষে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  1. বয়সের প্রমাণপত্র
  2. পরিচয় পত্র
  3. যেকোনো একটি আইডি প্রুফ
  4. শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র
  5. অভিজ্ঞতা সার্টিফিকেট
  6. পাসপোর্ট সাইজের রঙিন ছবি

আবেদন প্রক্রিয়া(Spices Board Recruitment 2025)

আবেদন পত্রটি সঠিকভাবে ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি একত্রিত করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময় এবং তারিখের মধ্যে পৌঁছে দিতে হবে।

ঠিকানা

স্পাইসেস বোর্ড,
কোয়ালিটি ইভালুয়েশন ল্যাবরেটরি,
ওয়ার্ল্ড ট্রেড অ্যাভিনিউ, সিপোল লজিস্টিকসের কাছে,
ভিওসি নিউপোর্ট, টুটিকোরিন – ৬২৮০০৪, তামিলনাড়ু।

প্রয়োজনীয় লিঙ্ক

Official LinkClick Here
Official WebsiteDownload PDF

Leave a Comment