AAI Consultant Recruitment 2025: ভারতের বিমানবন্দরের পক্ষ থেকে কর্মী নিয়োগে। বেতন সর্বনিম্ন ৮০ হাজার টাকা ।

By Ipsita Dey

Published On:

Follow Us
AAI Consultant Recruitment 2025

AAI Consultant Recruitment 2025: ভারতের বিমানবন্দরের পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে ভূমি পরামর্শদাতা পদের জন্য আবেদন করার জন্য বলা হচ্ছে। এটি একটি চুক্তিভিত্তিক নিয়োগ হবে। আপনি যদি এই পরামর্শদাতা পদে আবেদন করতে চান তাহলে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু….
আবেদন শেষ৩০/০৪/২০২৫

পদের নাম

এখানে(AAI Consultant Recruitment 2025) যে পদে নিয়োগ করা হবে সেটি হল ভূমি পরামর্শদাতা।

Read More: চুক্তিভিত্তিক চিকিৎসা অনুশীলনকারী পদের জন্য কর্মী নিয়োগ, আজই আবেদন করুন।

বয়স সীমা

আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৭০ বছরের মধ্যে হতে হবে তার ঊর্ধ্বে আর আবেদন প্রযোজ্য হবে না।

যে যে বিমানবন্দরে নিয়োগ প্রদান করা হবে

কলকাতা পাটনা এবং রায়পুর বিমানবন্দরে কর্মী নিয়োগ করা হবে।

বেতন সীমা

প্রতিমাসে সর্বনিম্ন ৮০ হাজার টাকা বেতন প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের অবসরপ্রাপ্ত ডেপুটি কালেক্টর অথবা অবসরপ্রাপ্ত তহশীলদার হতে হবে। এছাড়াও আবেদনকারীর ভূমি ব্যবস্থাপনায় প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া(AAI Consultant Recruitment 2025)

আবেদন পত্রটি পরিপূর্ণ করে ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে। সমস্ত ডকুমেন্ট এবং আবেদনপত্র পিডিএফ এর মাধ্যমে মেইল করতে হবে।

ইমেল আইডি- hrrhqer@aai.aero

প্রয়োজনীয় লিঙ্ক

Official LinkClick Here
Official WebsiteDownload PDF

Leave a Comment