HP High Court Recruitment 2025: হিমাচল প্রদেশের হাইকোর্ট জেলা বিচার বিভাগের পক্ষ থেকে কর্মী নিয়োগ,বেতন ২৫,৬০০ টাকা থেকে শুরু।

By Ipsita Dey

Published On:

Follow Us
HP High Court Recruitment 2025

HP High Court Recruitment 2025: হিমাচল প্রদেশের হাইকোর্ট জেলা বিচার বিভাগের পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো গেছে। সেখানে স্টেনোগ্রাফার গ্রেড III পদে নিয়োগ করা হবে বলে জানা গেছে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ১৬ই মে ২০২৫ তারিখের মধ্যে। আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি ভালোভাবে দেখে নিন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু১৬/০৪/২০২৫
আবেদন শেষ১৬/০৫/২০২৫

পদের নাম

এখানে(HP High Court Recruitment 2025) যে পথে কর্মী নিয়োগ করা হবে সেটি হল স্টেনোগ্রাফার গ্রেড III

শূন্য পদের সংখ্যা

মোট ৫২ টি নিয়মিত এবং চুক্তিভিত্তিক শূন্য পদ রয়েছে।

Read More: স্কুল ফিডিং সেন্টার থুথুকুডির পক্ষ থেকে ১০৪টি শুন্য পদে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কর্মী নিয়োগ!

বয়স সীমা

আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্য হতে হবে এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে যথাযথ ছাড় পাবেন।

বেতন সীমা

বেতন স্তর ০৬ অনুসারে এখানে কর্মরত ব্যক্তিদের মাসিক বেতন ২৫,৬০০ টাকা থেকে সর্বোচ্চ ৮১,২০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা(HP High Court Recruitment 2025)

আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এছাড়াও ইংরেজি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ৮০০টি শব্দের গতি থাকতে হবে টাইপিং করার এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৪০ টি শব্দের টাইপ করার দক্ষতা থাকতে হবে।WPM প্রতি মিনিটে ৩০ টি হিন্দি শব্দ টাইপিং এর ক্ষমতা থাকতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  1. বয়সের প্রমাণ পত্র
  2. ঠিকানার প্রমাণপত্র
  3. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  4. জাতিগত শংসাপত্র
  5. স্বাক্ষর
  6. পাসপোর্ট সাইজের রঙিন ছবি

আবেদন প্রক্রিয়া

প্রথমে নিচে দেওয়া অফিশিয়াল লিংকে গিয়ে নিজের নাম মোবাইল নম্বর দিয়ে নিজের প্রোফাইল তৈরি করে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করুন। তারপর সমস্ত ডকুমেন্টগুলি নির্দিষ্ট সাইজে আপলোড করুন। সবশেষে ফী জমা দেওয়ার মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

আবেদন ফি

GEN ৩৪৭.৯২ টাকা
SC/ ST/OBC ১৯৭.৯২ টাকা

প্রয়োজনীয় লিঙ্ক

Official LinkClick Here
Official WebsiteDownload PDF

Leave a Comment