JSS Institute of Economic Research Recruitment 2025: জে এস এস ইনস্টিটিউট অফ ইকোনমিক রিসার্চ এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে গবেষণা তদন্তকারী পদের চুক্তিভিত্তিক একটি নিয়োগ প্রদান করা হবে বলে জানানো গেছে। আপনি যদি পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দ্বারা স্পঞ্চারিত পপুলেশন রিসার্চ সেন্টারে কাজ করতে ইচ্ছুক থেকে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি ভালোভাবে পড়ে এবং বুঝে নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলুন।
গুরুত্বপূর্ণ তারিখ
| আবেদন শুরু | ….. |
| আবেদন শেষ | ০৩/০৫/২০২৫ |
পদের নাম
এখানে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হল গবেষণা তদন্তকারী।
শূন্য পদের সংখ্যা
এখানে(JSS Institute of Economic Research Recruitment 2025) একটি শূন্য পদ রয়েছে।
বয়স সীমা
কর্ণাটক সিভিল সার্ভিস এর নিয়ম অনুসারে বয়স হতে হবে।
বেতন সীমা
বিদ্যমান ষষ্ঠ বেতন স্কেল অনুসারে প্রতিমাসে ৬৮ হাজার ৮২৭ টাকা প্রদান করা হবে।
সপ্তম বেতন স্কেল অনুসারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অনুমোদক স্বাপক্ষে প্রতি মাসে ৮২ হাজার ৯৩৩ টাকা প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা(JSS Institute of Economic Research Recruitment 2025)
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জনসংখ্যা, জনসংখ্যা অধ্যায়ন, পরিসংখ্যান, অর্থনীতি, গণিত, সমাজবিজ্ঞান, সামাজিক কাজ, মনোবিজ্ঞান, নৃবিজ্ঞান, ভূগোল এরমধ্যে যে কোন একটি বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে জ্ঞান থাকা অনিবার্য।
উচ্চতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, প্রতিবেদন লেখার ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
- বয়সের প্রমাণপত্র
- ঠিকাদার প্রমাণপত্র
- অভিজ্ঞতার প্রমাণপত্র
- জাতিগত সার্টিফিকেট
- প্রকাশনা
- পাসপোর্ট সাইজের ছবি
আবেদন প্রক্রিয়া
এখানে আবেদন করতে গেলে প্রথমে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত সঠিক তথ্য দিয়ে আবেদন পত্রটি সঠিক প্রক্রিয়ায় ফিলাপ করে প্রয়োজনীয় নথিগুলো একত্রিত করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
ঠিকানা
পরিচালক,
জনসংখ্যা গবেষণা কেন্দ্র,
জেএসএস ইনস্টিটিউট অফ ইকোনমিক রিসার্চ,
বিদ্যাগিরি, ধারওয়াদ – ৫৮০ ০০৪, কর্ণাটক
ফোন: (০৮৩৬) ২৪৬৮৩৫৩
প্রয়োজনীয় লিঙ্ক
| Official Link | Click Here |
| Official Website | Download PDF |









