Prime Ministers Museum & Library Recruitment 2025: নয়া দিল্লির প্রধানমন্ত্রী জাদুঘর ও গ্রন্থাগারে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৪৭,৬০০/- টাকা।

By Ipsita Dey

Published On:

Follow Us
Prime Ministers Museum & Library Recruitment 2025

Prime Ministers Museum & Library Recruitment 2025: নয়া দিল্লির প্রধানমন্ত্রী জাদুঘর ও গ্রন্থাগারে কর্মী নিয়োগ করা হবে বলে জানা গেছে। সেখানে জুনিয়ার ফাইনান্স অফিসার পদে ডেপুটেশনের ভিত্তিতে আবেদন করা যাবে। আপনি যদি এই পদের জন্য ইচ্ছুক থেকে থাকেন বা আবেদন করবেন ভেবে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি পড়ে বুঝে নিয়ে আবেদন সেরে ফেলুন।

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০১/০৪/২০২৫
আবেদন শেষ৩০/০৪/২০২৫

নিয়োগ কারী সংস্থা

প্রধানমন্ত্রী জাদুঘর ও গ্রন্থাগার।

পদের নাম

এখানে যে পদে নিয়োগ করা হবে সেটি হল জুনিয়র ফিনান্স অফিসার।

Read More: স্কুল ফিডিং সেন্টার থুথুকুডির পক্ষ থেকে ১০৪টি শুন্য পদে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কর্মী নিয়োগ!

শূন্য পদের সংখ্যা

এখানে(Prime Ministers Museum & Library Recruitment 2025) একটি শূন্য পদ রয়েছে।

বয়স সীমা

এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৫৬ বছরের মধ্যে হতে হবে।

বেতন সীমা

লেভেল ৮ অনুযায়ী এখানে কর্মরত ব্যক্তিদের মাসিক বেতন ৪৭,৬০০/- টাকা থেকে ১,৫১,১০০/-টাকা পর্যন্ত প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা(Prime Ministers Museum & Library Recruitment 2025)

প্রধানমন্ত্রীর জাদুঘর ও গ্রন্থাগারের উল্লেখিত পদে আবেদন করার জন্য আপনাকে কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের একজন সরকারি কর্মচারী হতে হবে।
কেন্দ্রীয় সরকারের একটি সংগঠিত হিসাব বিভাগ থেকে SAS বা সম্মানের কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ক্যাশ অ্যান্ড অ্যাকাউন্ট এ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তার চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  1. বয়সের প্রমাণপত্র
  2. ঠিকানার প্রমাণপত্র
  3. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  4. অভিজ্ঞতার প্রমাণপত্র
  5. ভিজিল্যান্স ক্লিয়ারেন্স
  6. ইন্টিগ্রিটি সার্টিফিকেট
  7. ক্যাডার ক্লিয়ারেন্স
  8. ছোট বড় জরিমানার বিবরণী

আবেদন প্রক্রিয়া

নিজের নাম এবং মোবাইল নাম্বার সমস্ত সঠিক তথ্য দিয়ে আবেদন পত্রটি ফিলাপ করে নির্দিষ্ট সময় এবং তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্রটি পৌঁছে দিতে হবে।

ঠিকানা

প্রয়োজনীয় লিঙ্ক

Official LinkClick Here
Official WebsiteDownload PDF

Leave a Comment