Sainik School Recruitment 2025: ওড়িশার সৈনিক স্কুল সম্বলপুরের পক্ষ থেকে আটটি শুন্য পদে শিক্ষক ও অশিক্ষক পদের জন্য নিয়োগ করা হবে। নিয়তি হবে নিয়মিত এবং চুক্তিভিত্তিক নিয়োগ। ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন সহ একাধিক পদে আপনি যদি আবেদন করতে চান তাহলে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিয়ে আবেদন করুন।
গুরুত্বপূর্ণ তারিখ
| আবেদন শুরু | … |
| আবেদন শেষ | ০২/০৫/২০২৫ |
Read More: নয়া দিল্লির প্রধানমন্ত্রী জাদুঘর ও গ্রন্থাগারে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৪৭,৬০০/- টাকা।
পদের বিবরণ(Sainik School Recruitment 2025)
| পদের নাম | শূন্য পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা |
| পিজিটি (ইংরেজি) | ০১ | ৫০% নম্বর সহ ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি + NCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.Ed / ইন্টিগ্রেটেড B.Ed-M.Ed / ৪ বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি (B.Ed সহ)। |
| পিজিটি (পদার্থবিদ্যা) | ০১ | পদার্থবিদ্যায় স্নাতকোত্তর (৫০%) এবং স্নাতক + বি.এড বা সমমানের পদার্থবিদ্যা অধ্যয়ন করেছেন। |
| পিজিটি (রসায়ন) | ০১ | রসায়নে স্নাতকোত্তর (৫০%) এবং স্নাতক + বি.এড বা সমমানের রসায়ন অধ্যয়ন করেছেন। |
| পিজিটি (জীববিজ্ঞান) | ০১ | জীববিজ্ঞানে স্নাতকোত্তর (৫০%) এবং স্নাতক + বি.এড বা সমমানের জীববিজ্ঞান অধ্যয়ন করেছেন। |
| পিজিটি (গণিত) | ০১ | গণিতে স্নাতকোত্তর (৫০%) এবং স্নাতক + বি.এড বা সমমানের গণিত বিষয়ে পড়াশোনা করেছেন। |
| পিজিটি (কম্পিউটার বিজ্ঞান) | ০১ | ৫০% নম্বর সহ এমএসসি (কম্পিউটার সায়েন্স/আইটি) / এমসিএ / এম.টেক (সিএস/আইটি) + বি.এড বা সমমানের |
| পিইএম/পিটিআই-কাম-ম্যাট্রন | ০১ | ৪ বছরের বিপিইড কোর্স অথবা স্নাতক ডিগ্রি + ১ বছরের বিপিইড ডিপ্লোমা অথবা শারীরিক শিক্ষায় বিএসসি ডিগ্রি + বিপিইড ডিপ্লোমা |
| নিম্ন বিভাগের ক্লার্ক | ০১ | দ্বাদশ পাশ + টাইপিং গতি ৪০ শব্দ প্রতি মিনিট (ইংরেজি/হিন্দি/আঞ্চলিক) + শর্টহ্যান্ড জ্ঞান অগ্রাধিকারযোগ্য। |
বয়স সীমা
আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্য হতে হবে।
আবেদন প্রক্রিয়া(Sainik School Recruitment 2025)
প্রথমে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে আবেদন পত্রটি সঠিকভাবে ফিলাপ করে আবেদন ফি সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময় এবং তারিখের মধ্যে পৌঁছে দিতে হবে।
আবেদন ফি
| GEN | ৫০০/- |
| SC/ST | ২৫০/- |
ঠিকানা
প্রিন্সিপাল সৈনিক স্কুল সম্বলপুর, পোস্ট- বসন্তপুর, পোস্ট- বুরলা, ভায়া সিএ চিপলিমা, গোশালার কাছে, জেলা- সম্বলপুর, ওড়িশা – ৭৬৮০২৫,
নিয়োগ প্রক্রিয়া(Sainik School Recruitment 2025)
প্রথমে প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা নেয়া হবে। তারপর ক্লাস ডেমো শারীরিক দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। সবশেষে ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
| Official Link | Click Here |
| Official Website | Download PDF |









