Prasar Bharati Recruitment 2025: প্রসার ভারতীর পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো গেছে। সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনি এই পদে আবেদন করবেন ভাবছেন? তাহলে কিভাবে আবেদন করবেন? কিভাবে নিয়োগ হবেন? কি কি যোগ্যতা লাগবে? সমস্ত তথ্য আজকের প্রতিবেদনের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দেখে নিন।
গুরুত্বপূর্ণ তারিখ
| আবেদন শুরু | ১৭/০৪/২০২৫ |
| আবেদন শেষ | ১৬/০৫/২০২৫ |
নিয়োগ কারী সংস্থা– প্রসার ভারতী।
পদের নাম
এখানে(Prasar Bharati Recruitment 2025) যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হল স্ট্রিংগ্রার্স।
Read More: এক্সিকিউটিভ রাজভাষা পদের জন্য নিয়োগ, ছেলে মেয়ে উভয়ই আবেদন করুন।
বয়স সীমা
বয়স সম্পর্কে কোন তথ্য উল্লেখ করা হয়নি তবে এটা জানানো গেছে যে প্রার্থীদের প্রসার ভারতী কর্তৃক নির্ধারিত প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
বেতন সীমা
এখানে কর্মরত ব্যক্তিদের বার্ষিক বেতন ৪,০০,০০০/- টাকা থেকে ৫,০০,০০০/- টাকা পর্যন্ত দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা(Prasar Bharati Recruitment 2025)
প্রেসার ভারতের নিয়ম অনুসারে প্রার্থীদের সাংবাদিকতা, মিডিয়া বা সমমানের কোন যোগ্যতা প্রয়োজন।
প্রয়োজনীয় ডকুমেন্ট
- বয়সের প্রমাণপত্র
- ঠিকানার প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- অভিজ্ঞতার প্রমাণ পত্র (অপশনাল)
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি
আবেদন প্রক্রিয়া
সংস্থার অফিশিয়াল লিংকে ক্লিক করে নিজের নাম মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে করুন। তারপর সমস্ত ডকুমেন্টগুলো একত্রিত করে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট অথবা অন্য কোনও ডাক পরিষেবার মাধ্যমে পৌঁছে দিন সঠিক সময় এবং সঠিক তারিখের মধ্যে।
ঠিকানা
পরিচালক সংবাদ, আঞ্চলিক সংবাদ ইউনিট, দূরদর্শন কেন্দ্র, জেসি নগর, বেঙ্গালুরু – ৫৬০০০৬।
নিয়োগ প্রক্রিয়া
আবেদনের উপর ভিত্তি করে প্রথমে একটি মেধা তালিকা বের করা হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং সর্বশেষে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে।
| Official Link | Click Here |
| Official Website | Download PDF |









