Manipur University Recruitment 2025: মনিপুর ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ! প্রতিমাসে বেতন পাবেন ৩৭ হাজার টাকা।

By Ipsita Dey

Published On:

Follow Us
Manipur University Recruitment 2025

Manipur University Recruitment 2025: মনিপুর ইউনিভার্সিটিতে গবেষণামূলক কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুটি বিশেষ পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে। এখানে চাকরি প্রার্থীরা কর্মী হিসেবে নিযুক্ত হলেই প্রতি মাসে ২০,০০০/- টাকা থেকে ৩৭,০০০/- টাকা বেতন পাবেন। সরকারি ভালো চাকরির জন্য যারা অপেক্ষা করছিলেন, তাদের কাছে এটি দুর্দান্ত একটি সুযোগ।

তাই একেবারেই এই সুযোগ হাতছাড়া না করে আজকের প্রতিবেদন থেকে আবেদনের সম্পূর্ণ বিবরণ বুঝে নিন এবং যত তাড়াতাড়ি সম্ভব আবেদন সেরে ফেলুন। আজকের প্রতিবেদনে চাকরিপ্রার্থীদের জন্য পদের নাম এবং আবেদন পদ্ধতির সম্পর্কের সমস্ত তথ্য সহজ ভাষায় উল্লেখ করা হলো।

নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য

নিয়োগকারী সংস্থামণিপুর ইউনিভার্সিটি
পদের নামরিসার্চ এসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগটর
শূন্য পদের সংখ্যা২টি
শিক্ষাগত যোগ্যতাউচ্চ মাধ্যমিক
বয়স২১ বছর থেকে ৩৫ বছর
বেতন২০,০০০-৩৭,০০০ টাকা
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ০৬/০৬/২০২৫

Read More: উপদেষ্টা বা পরামর্শদাতা পদের জন্য কর্মী নিয়োগ,৬৩ বছর বয়স পর্যন্ত আবেদন করুন।

পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা

১) রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (RA)- লাইব্রেরী এবং ইনফরমেশন সাইন্স নিয়ে অন্ততপক্ষে ৫৫ শতাংশ নম্বরের সাথে Ph.D, M.Phil বা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকলে এই পদে আবেদন জানানো যাবে। ইচ্ছুক চাকরিপ্রার্থী বিবিধ রিসার্চ পদ্ধতির মাধ্যমে প্রাইমারি ডাটা হ্যান্ডেলিং এবং SPSS ও MS Excel এর ব্যবহার জানলে এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

২) ফিল্ড ইনভেস্টিগটার (FI)- লাইব্রেরী এবং ইনফরমেশন সাইন্স বিষয়ে অন্ততপক্ষে ৫৫ শতাংশ নম্বরের সাথে পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি থাকলেই এই পদে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে ফিল্ড সারভে বিষয়ে পূর্ব অভিজ্ঞতা এবং মাইক্রোসফট এক্সেলের সম্পূর্ণ জ্ঞান থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

বয়স সীমা (Manipur University Recruitment 2025)

প্রতিটি পদেই ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে SC/ST/OBC চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম মেনে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন

Manipur University Recruitment 2025 এক্ষেত্রে দুটি আলাদা পদে আলাদা আলাদা বেতন ক্রম নির্ধারণ করা হয়েছে। যে চাকরিপ্রার্থী রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্ত হবেন, তিনি প্রতি মাসে ৩৭ হাজার টাকা বেতন পাবেন। অপরদিকে ফিল্ড ইনভেস্ট্রিগেটার পদে নিযুক্ত কর্মী প্রতিমাসে ২০ হাজার টাকা বেতন পাবেন।

How To Apply For Manipur University Recruitment 2025?

  1. এখানে চাকরিপ্রার্থীদের শুধুমাত্র অনলাইনে ইমেইলের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য প্রথমেই একটি আবেদনের চিঠি প্রস্তুত করতে হবে।
  2. এরপর প্রয়োজনীয় নথিপত্র গুলির সাথে Dalip.singh@manipuruniv.ac.in -এই ইমেইল আইডিতে আবেদন পত্রটি পাঠাতে হবে।
  3. এর পাশাপাশি চাকরি প্রার্থী চাইলেন আবেদনের একটি হার্ড কপি , ” Dr. Dalip Singh, Room No. 348, Department of Library and Information Science, Second Floor, New Social Sciences Block, Manipur University, Canchipur, Imphal-795003 ” -এই ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন।

আবেদনের শেষ তারিখ- ২৯/০৫/২০২৫

Important Links

Manipur University Recruitment 2025Click Here

Leave a Comment