CRE Recruitment 2025: ২০২৫ সাল শুরু হতেই চাকরি প্রার্থীদের জন্য একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সার্ভিসেস বা AIIMS এর বিভিন্ন শাখায় গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে চাকরিপ্রার্থীরা একাধিক পদে আবেদন জানাতে পারবেন।
AIIMS এর পক্ষ থেকে কোন কোন পদে নিয়োগ করা হবে? আবেদনের যোগ্যতা কী লাগবে? কতগুলি শূন্য পদ রয়েছে? আবেদন পদ্ধতি কী থাকছে? কীভাবে নিয়োগ করা হবে? কোন কোন নথিপত্রের প্রয়োজন হবে? আবেদন মূল্য কত লাগবে? ইত্যাদি প্রয়োজনীয় তথ্য গুলি উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।
বিজ্ঞপ্তি নম্বর
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সার্ভিসেস বা AIIMS এর অফিসিয়াল ওয়েবসাইটে 171/2025 নম্বর বিজ্ঞপ্তি দ্বারা এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (CRE Recruitment 2025)
- স্টোর কিপার।
- মাল্টি টাস্কিং স্টাফ।
- ক্যাশিয়ার।
- জুনিয়র একাউন্টস অফিসার।
- রেসেপ্সানিস্ট।
- রেকর্ড অফিসার।
- সুপারভাইজার।
- টেকনিশিয়ান।
- ফার্মাসিস্ট।
- জুনিয়র মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট।
- ল্যাব এটেন্ডেন্ট।
- ল্যাব টেকনিশিয়ান।
- হসপিটাল এটেন্ডেন্ট।
- হাউস কিপার।
- জুনিয়র ওয়ার্ডেন।
- নার্সিং এটেন্ডেন্ট।
- ইসিজি টেকনিশিয়ান।
- লাইব্রেরি এটেন্ডেন্ট।
শূন্যপদের সংখ্যা
সব পদের শূন্য পদ মিলিয়ে মোট ৪৫৯৭ টি ভ্যাকেন্সি তৈরি হয়েছে।
Read More: কেন্দ্রের নতুন স্কীমে আবেদন! প্রতিমাসে ১২০০/- টাকা পাবেন মহিলারা।
Qualification of CRE Recruitment 2025
চাকরিপ্রার্থীরা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে আবেদন জানাতে পারবেন। বিশেষজ্ঞ পদগুলিতে আবেদনের জন্য অবশ্যই স্নাতক ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রির প্রয়োজন হবে।
বয়স সীমা
এখানে অন্ততপক্ষে ১৮ বছর থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
নিয়োগের বিবরণ
প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপরে স্কিল টেস্ট এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে সংস্থা। উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই চাকরি প্রার্থীরা এখানে কাজ করার সুযোগ পাবেন।
How to Apply for CRE Recruitment 2025?
প্রতিটি ইচ্ছুক চাকরিপ্রার্থী বাড়িতে বসেই অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে। এর জন্য আবেদন পত্রটির সংস্কার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পূরণ করে নিতে হবে এবং তার সাথে প্রয়োজনীয় নথিপত্রগুলিও আপলোড করে দিতে হবে। আবেদন ক্রিয়া সম্পন্ন হলে আবেদন মূল্যটি জমা করতে হবে।
আবেদন মূল্য
সাধারণ এবং অন্যান্য পিছিয়ে পড়া বর্গের চাকরিপ্রার্থীদের ৩০০০/- টাকা আবেদন মূল্য দিতে হবে এবং তপশিলি জাতি, উপজাতি, আদিবাসী এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর চাকরিপ্রার্থীরা ২৪০০/- টাকা আবেদন মূল্য দেবেন।
Important Links
| Official Website | Click Here |









