Bank Of Boroda Recruitment 2025: চাকরী প্রার্থীদের জন্য রয়েছে আবারও খুশির খবর। গুজরাটের সাবরকাঁথা এবং আরাবল্লী জেলায় ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে একটি চুক্তিভিত্তিক নিয়োগের কথা বলা হয়েছে। যারা আবেদন করবেন ভাবছেন তারা এক্ষুনি অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে বুঝে নিয়ে আবেদন করুন।
গুরুত্বপূর্ণ তারিখ
| আবেদন শুরু | …… |
| আবেদন শেষ | ১৯/০৪/২০২৫ |
পদের নাম
এখানে(Bank Of Boroda Recruitment 2025) যে পদে নিয়োগ করা হবে সেটি হল- FLC বা কাউন্সেলর।
শূন্য পদের সংখ্যা
এখানে মোট দুটি শূন্য পদ রয়েছে।
বয়স সীমা
আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৪ বছরের মধ্য হতে হবে তবেই এখানে আবেদন করা যাবে।
Read More: ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে কর্মী নিয়োগ!
বেতন সীমা
এখানে কর্মরত ব্যক্তিদের মাসিক বেতন ১৮ হাজার টাকা এবং সাথে পরিবহনের জন্য ৫ হাজার টাকা পাবেন। মোট ২৩ হাজার টাকা পাবেন।
আবেদনের যোগ্যতা(Bank Of Boroda Recruitment 2025)
আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। কৃষি, চিকিৎসা বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, মনোবিজ্ঞান, অথবা সমাজকর্ম স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে।
এছাড়াও প্রার্থীদের ব্যাংকিং কিংবা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকবে এর মধ্যে জাতীয়করণকৃত বেসরকারি ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
- বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- অভিজ্ঞতার সার্টিফিকেট
- অন্যান্য প্রাসঙ্গিক নথির কপি
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি
আবেদন প্রক্রিয়া()
আপনি যদি ব্যাংকক বরোদা ফিএলসি কাউন্সিলর পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পত্রটি সঠিকভাবে ফিলাপ করে এবং তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি একত্রিত করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।
ঠিকানা :
রিজিওনাল ম্যানেজার
ব্যাঙ্ক অফ বরোদা
সাবরকন্ঠ আঞ্চলিক অফিস
২য় তলা , পারফেক্ট অ্যাভিনিউ, শামলাজি হাইওয়ে রোড
সহকারি জিন, হিমতনগর – ৩৮৩০০১, গুজরাট।
Important Link
| Official Link | Click Here |
| Official Website | Download PDF |









