BPSC Recruitment 2025: বিহার পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। সেখানে জানানো গাছের সহকারি অধ্যাপক পদে একাধিক কর্মী নিয়োগ করা হবে বলে। কিভাবে আবেদন করতে পারবেন? কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে? সমস্ত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
গুরুত্বপূর্ণ তারিখ
| বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৫/০৪/২০২৫ |
| আবেদন শুরু | ০৮/০৪/২০২৫ |
| আবেদন শেষ | ০৭/০৫/২০২৫ |
Read More: বিসি সুপারভাইজার পদের জন্য আবেদন করুন।
পদের বিবরণ(BPSC Recruitment 2025)
| পদের নাম | শূন্য পদের সংখ্যা |
| সহকারী অধ্যাপক (অ্যানেস্থেসিওলজি) | ১২৫টি |
| সহকারী অধ্যাপক (মেডিসিন) | ১২০টি |
| সহকারী অধ্যাপক (স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা) | ১২০টি |
| সহকারী অধ্যাপক (শিশুরোগ) | ১০৬টি |
| সহকারী অধ্যাপক (অন্যান্য বিশেষজ্ঞ) | ১২৪০টি |
বেতন সীমা
এখানে কত টাকা বেতন প্রদান করা হবে সেটি সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি টি দেখে নিন।
আবেদনের যোগ্যতা
যেকোনো সংশ্লিষ্ট ক্ষেত্রে এমডি বা এম এস বা ডিএনবি বা এমডিএস যোগ্যতা থাকতে হবে। এছাড়াও সিনিয়র রেসিডেন্ট বাট টিউটর হিসাবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিহার স্বাস্থ্য সেবা ক্যাডারের প্রার্থীরাও এখানে আবেদনযোগ্য। অভিজ্ঞতা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত হবে।
আবেদন প্রক্রিয়া
প্রথমে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে এবং বুঝে নিন। তারপর প্রাথমিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করুন। তারপর আবেদন পত্রটি সঠিক প্রক্রিয়ায় ফিলাপ করে প্রয়োজনীয় নথিপত্র গুলি নির্দিষ্ট সাইডে আপলোড করুন। অনলাইনের মাধ্যমে যথাযথ ফি প্রদানের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
নিয়োগ প্রক্রিয়া
সরকারি অধ্যাপক নির্বাচনের জন্য একটি মেধা তালিকা বার করা হবে। কোন লিখিত পরীক্ষা হবে না বলে জানা গেছে। মেধা তালিকার ওপর ভিত্তি করে এবং ইন্টারভিউ এর উপর নিয়োগ প্রদান করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
| BPSC Recruitment 2025 | Click Here |









