CBIC Group c Recruitment 2025: গোয়ায় কাস্টমস মেরিন উইংয়ের বিভিন্ন গ্রুপ ‘সি’ পদের জন্য আবেদন করুন। বেতন ৩০,০০০/- টাকা।

By Ipsita Dey

Published On:

Follow Us
CBIC Group c Recruitment 2025

CBIC Group c Recruitment 2025: গোয়ায় কাস্টমস কমিশনারের কাস্টমস মেরিন উইং এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। গোয়ার কাস্টমস মেরিন এর বিভিন্ন গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে ১৪ টি শূন্য পদ রয়েছে। যেখানে নাবিক, গ্রিজার, ট্রেডসম্যান, টিন্ডাল, এবং ইঞ্জিন ড্রাইভার আবেদন করতেi পারবেন। আবেদন পত্রটি নির্দিষ্ট ঠিকানা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দিতে হবে। কিভাবে আবেদন করবেন? কি কি যোগ্যতা লাগবে? কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন? সমস্ত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু…..
আবেদন শেষ২০/০৫/২০২৫

পদের বিবরণ(CBIC Group c Recruitment 2025)

পদের নামশূন্য পদের সংখ্যা
নাবিক০৮
গ্রীজার০৩
ট্রেডসম্যান০১
টিন্ডাল০১
ইঞ্জিন ড্রাইভার০১

Read More: ভারত সরকারের রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে কর্মী নিয়োগ, ৯৯৭০ টি শূন্য পদ রয়েছে।

বয়স সীমা

নাবিক গ্রীজার এবং ব্যবসায়িক পদের জন্য বয়স সীমা সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্য হতে হবে।

টিন্ডাল এবং ইঞ্জিন ড্রাইভার পদের জন্য বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

বয়সের ছাড়

OBC০৩ বছর
SC/ST০৫ বছর
PWBD১০ বছর

বেতন সীমা

এখানে আবেদন করার পর চাকরিপ্রার্থীরা চাকরি পেয়ে গেলে তারা প্রতি মাসে বেতন হিসেবে ৩০ হাজার টাকা করে পাবেন।

শিক্ষাগত যোগ্যতা(CBIC Group c Recruitment 2025)

এখানে যেহেতু আলাদা আলাদা পদ রয়েছে তাই আলাদা আলাদা পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। তাই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটির উপর নজর রাখুন।

আবেদন প্রক্রিয়া(CBIC Group c Recruitment 2025)

আবেদন সম্পন্ন অফলাইনের মাধ্যমে করতে হবে। নিচে দেওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তি টি ভালোভাবে দেখে এবং বুঝে নিন। তারপরে সঠিক তথ্য দিয়ে নিজের ফোন নাম্বার এবং ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন কে সম্পন্ন করুন। সবশেষে ফর্মটি নির্দিষ্ট সময় এবং তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগের মাধ্যমে পৌঁছে দিতে হবে। তাহলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

ঠিকানা

যুগ্ম কমিশনার (এস্টেট ও প্রশাসন),
কাস্টমস কমিশনারের অফিস,
কাস্টম হাউস, মারমাগোয়া, হারবার, ভাস্কো-দা-গামা, গোয়া – 403803

প্রয়োজনীয় লিঙ্ক

Official LinkClick Here
Official WebsiteDownload PDF

Leave a Comment