CMFRI Staff Recruitment 2025: সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিচার্জ ইনস্টিটিউট এর পক্ষ থেকে দক্ষ কর্মী পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এটি একটি চুক্তিভিত্তিক নিয়োগ। এখানে আবেদন করতে গেলে কমপক্ষে দু’বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এই পদে কিভাবে আবেদন করবেন? কিভাবে নিয়োগ হবেন ? সমস্ত কিছু জানতে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিন।
গুরুত্বপূর্ণ তারিখ
| আবেদন শুরু | ….. |
| আবেদন শেষ | ০৩/০৪/২০২৫ |
পদের নাম
এখানে(CMFRI Staff Recruitment 2025) যে পদে নিয়োগ করা হবে সেটি হল দক্ষ কর্মী পদ।
শূন্য পদের সংখ্যা
মোট একটি শূন্য পদ রয়েছে।
Read More: চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এর পক্ষ থেকে কর্মী নিয়োগ! বেতন ২৬,২৫০/- টাকা।
বয়স সীমা
আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন কুড়ি বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে এছাড়াও বয়সের ক্ষেত্রে যথাযথ ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা।
বেতন সীমা (CMFRI Staff Recruitment 2025)
এই পদে মাসিক বেতন হিসেবে প্রতি মাসে ১৫০০০ টাকা করে প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা
এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের যেকোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম দশম শ্রেণী পাস করতে হবে। সামুদ্রিক শৈবাল চাষ, সমুদ্র খাতা চাষ, ইন্টিগ্রেটেড মাল্টি ট্রাফিক অ্যাকোয়াকালচার, মাঠ জরিপ বিষয়ে দু’বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
অভিজ্ঞতার সার্টিফিকেট।
ঠিকানার প্রমাণপত্র।
বয়সের প্রমাণপত্র।
জাত সংস্থাপত্র।
কালারিং ছবি।
আবেদন প্রক্রিয়া
সমস্ত নথিপত্রগুলি নিয়ে একত্রিত করে ইন্টারভিউ এর দিন সঠিক স্থানে পৌঁছাতে হবে এবং ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে নির্দিষ্ট সময় এবং তারিখের সকাল দশটায়। আরো নিয়ম জানতে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে দেখুন।
নিয়োগ প্রক্রিয়া
ইন্টারভিউ এর উপর ভিত্তি করেই নিয়োগ প্রদান করা হবে প্রার্থীদের।
Important Link
| CMFRI Staff Recruitment 2025 | Click Here |
| Officia Website | Download PDF |









