DRDO ADRE Recruitment 2025: ITI শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগ। মাসিক বেতন ১৩ হাজার টাকা।

By Ipsita Dey

Published On:

Follow Us
DRDO ADRE Recruitment 2025

DRDO ADRE Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে DRDO- আর্মামেন্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট স্টাবলিশমেন্ট ADRE বিভিন্ন ট্রেনে আইটিআই শিক্ষানিবেশ প্রশিক্ষণের জন্য সংস্থার পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। সেখানে ৭০টি শুন্য পদ রয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করুন। ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনেস্ট এবং আরও বিভিন্ন পদে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু০৪/০৪/২০২৫
আবেদন শেষ২০/০৪/২০২৫

Read More: বিসি সুপারভাইজার পদের জন্য আবেদন করুন।

পদের বিবরণ(DRDO ADRE Recruitment 2025)

পদের নামশূন্য পদের সংখ্যা
ইলেকট্রিশিয়ান০৮টি
ফিটার১৭টি
যন্ত্রবিদ০৮টি
মেশিনিস্ট গ্রাইন্ডার০১টি
মেকানিক মেশিন টুল রক্ষণাবেক্ষণ০১টি
কম্পিউটার অপারেটর ও প্রোগ্রামিং সহকারী১৬টি
মেকানিক মোটরযান০১টি
রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং০১টি
ফটোগ্রাফার০২টি
টার্নার১০টি
ওয়েল্ডার০২টি
কাঠমিস্ত্রি০১টি
ড্রাফটসম্যান মেকানিক্যাল০২টি

বয়স সীমা

আবেদন করি প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের বয়স ০১/০৪/২০২৫ তারিক অনুযায়ী হিসাব করা হবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে যথাযথ ছাড় দেওয়া হবে।

বেতন সীমা

এখানে কর্মরত ব্যক্তিদের মাসিক বেতন ১৩ হাজার টাকা করে প্রদান করা হবে।

আবেদান প্রক্রিয়া(DRDO ADRE Recruitment 2025)

প্রথমে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিন। তারপর নিজে নিজে ট্রেডে শিক্ষা নেবিষ পদের জন্য আবেদন করুন। আরিয়ান প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official LinkClick Here
Official WebsiteDownload PD

Leave a Comment