অনেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারেন না কিন্তু স্বপ্ন থাকে চাকরি করবেন। তাদের জন্য মাধ্যমিক পাশ যোগ্যতায় কোর্ড ফিল্ডস লিমিটেডের পক্ষ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যেখানে যেকোনো রাজ্যের প্রার্থীরা নিয়োগ হতে পারবেন বর্ধমান এ অবস্থিত কোল্ডফিল্ডসে। কিভাবে আবেদন করবেন? কিভাবে নিয়োগ হবেন? কতগুলি শূন্য পদ রয়েছে? সবকিছু জানতে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
গুরুত্বপূর্ণ তারিখ
| আবেদন শুরু | ….. |
| আবেদন শেষ | ১৭/০৪/২০২৫ |
পদের নাম
এখানে(Eastern Coalfields Recruitment 2025) যে পদে নিয়োগ করা হবে সেটি হল- আমিন (ট্রেনিং)।
শূন্য পদের সংখ্যা
মোট ১৮টি শূন্য পদ রয়েছে যেখানে কর্মী নিয়োগ করা হবে।
Read More: রেশন কার্ড থাকলেই আর পাবেন না রেশন! কাদের কাদের কার্ড বাতিল হবে দেখে নিন!
আবেদনের যোগ্যতা
উপরের পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে কমপক্ষে মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া অমান্য তো এক্সামিনেশনেও পাস করতে হবে।
অন্যদিকে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এই পদের জন্য সংস্থার নিম্ন পদের কর্মচারীরা আবেদন করতে পারবেন। তাদের ২০২৩ থেকে ২৪ বছরের ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে।
পরীক্ষার প্রশ্নের মান(Eastern Coalfields Recruitment 2025)
এখানে প্রার্থীদের ৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। ভুল উত্তরের জন্য কোন নম্বর কাটা হবে না। মোট ৩০ নম্বরের বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে ১০ নম্বরের সংস্থা ভিত্তিক প্রশ্ন এবং বাকি দশ নাম্বারের সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে। এক ঘন্টা সময় থাকবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে(Eastern Coalfields Recruitment 2025) শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। লিখিত পরীক্ষার উপর ভিত্তি করেই সংস্থার পক্ষ থেকে একটি মেধা তালিকা প্রকাশ করা হবে সেই মেধা তালিকা দেখে ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমিক নিয়োগ প্রদান করা হবে প্রার্থীদের।
আবেদন প্রক্রিয়া
নিচে দেয়া অফিশিয়াল বিজ্ঞপ্তিটি প্রথমে ভালোভাবে পড়ে এবং বুঝে নিতে হবে তারপর নিজের নাম দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সব একত্রিত করে নির্দিষ্ট ঠিকানায় অফলাইনের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। তবেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
Important Link
| Eastern Coalfields Recruitment 2025 | Click Here |









