HCSL Recruitment 2025: হুগলি কোচিন শিপইয়ার্ডে বিনামুল্যে প্রশিক্ষনের সুযোগ! প্রতিমাসে স্টাইপেন্ড ২১,৩০০ টাকা।  

By Ipsita Dey

Published On:

Follow Us
HCSL Recruitment 2025

HCSL Recruitment 2025: হুগলি-কোচিন শিপইয়ার্ড লিমিটেড (HCSL) দপ্তরের তরফ থেকে চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। নুন্যতম শিক্ষাগত যোগ্যতায় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও নিযুক্ত কর্মীরা পাবেন অন্যান্য সুযোগ সুবিধাও।

 নিয়োগের বিভিন্ন পদের নাম, শূন্যপদের সংখ্যা, বেতন, যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি সংক্রান্ত তথ্যগুলি আলোচনা করা হলো এই প্রতিবেদনে। প্রার্থীরা অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি ভালভাবে পড়ে বুঝে আবেদন জানাবেন।

পদের বিবরন (HCSL Recruitment 2025)

নিয়োগকারী সংস্থাHooghly Cochin Shipyard Limited
পদের নামনিচে বিস্তারিত
মোট শূন্যপদের সংখ্যা ৫ টি

পদের নাম

  1. পাইপ বেন্ডিং অপারেটর
  2. ওয়েল্ডার কাম ফিটার
  3. ওয়েল্ডার, ফিটার
  4. প্লেট প্রিজারভেশন অপারেটর
  5. ক্রেন অপারেটর 

বেতনসীমা

এই পদে নিযুক্ত কর্মীদের নিয়োগ করার পর প্রতিমাসে ২১,৩০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬৯,৪৪০/- টাকা বেতন দেওয়া হবে। এছাড়া বিশদে জানতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালভাবে পড়ে বুঝে নিন।

বয়স কি লাগবে?

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে (HCSL Recruitment 2025) আবেদন করবেন ভাবছেন , ০১/০১/২০২৫ অনুযায়ী তাদের বয়স হয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুসারে, SC/ST/OBC চাকরিপ্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

Read More: ভারতীয় পোষ্ট পেমেন্ট ব্যাঙ্কে কর্মী নিয়োগ! অনলাইনে প্রক্রিয়া দেখে নাও।

শিক্ষাগত যোগ্যতা

  1. প্রতিটি পদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন।
  2. ন্যূনতম অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ বা আইটিআই সার্টিফিকেট থাকলে চাকরিপ্রার্থীরা এখানে বিভিন্ন পদের জন্য আবেদনের সুযোগ পাবেন।
  3. আরও বিশদে জানতে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালভাবে পড়ে বুঝে নিন।

নিয়োগ কিভাবে করা হবে?

এখানে মোট দুটি ধাপে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

  1. অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষা (৩০ নম্বরের)।
  2. প্র্যাকটিক্যাল পরীক্ষা (৭০ নম্বরের)।

How to Apply For HCSL Recruitment 2025?

  1. সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এখানে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  2. প্রথমে নিচে দেওয়া সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
  3. তারপর সঠিকভাবে আবেদনপত্রটি ফিলাপ করতে হবে।
  4. এরপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নির্দিষ্ট সাইজে আপলোড করে দিতে হবে।

আবেদন ফি

General/UR/OBC৪০০ টাকা
SC/ ST/ PwBD/মহিলা প্রার্থীদের  আবেদন ফি নেই

Important Documents

  1. বয়সের প্রমানপত্র।
  2. ঠিকানার প্রমানপত্র।
  3. কাস্ট সার্টিফিকেট।
  4. শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র।
  5. ভোটার কার্ড।
  6. আধার কার্ড।
  7. পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

Important Links

🌐Official WebsiteClick Here
📄Offical NoticeDownload PDF

Leave a Comment