IAF Agniveervayu Musician Recruitment 2025: অগ্নিবীরভায়ু সংগীতশিল্পী পদে কর্মী নিয়োগ!

By Ipsita Dey

Published On:

Follow Us
IAF Agniveervayu Musician Recruitment 2025

IAF Agniveervayu Musician Recruitment 2025: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে স্পষ্টভাবে জানানো গেছে, অগ্নিবীরভায়ু সংগীতশিল্পী পদে কর্মী নিয়োগ করা হবে। যারা এই পদে আবেদন করতে চান তারা কিভাবে আবেদন করবেন? কিভাবে নিয়োগ হবেন? সমস্ত কিছু জানতে আজকের প্রতিবেদনে চোখ রাখুন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু২২/০৫/২০২৫
আবেদন শেষ০৫/০৬/২০২৫

নিয়োগ কারী সংস্থা

ভারতীয় বিমান বাহিনী (IAF)

পদের নাম

এখানে(IAF Agniveervayu Musician Recruitment 2025) যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হল- অগ্নিবীরভায়ু সঙ্গীত শিল্পী।

Read More: শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগ! ছেলে মেয়ে উভয়ই আবেদন করুন।

বয়স সীমা

আবেদনকারী প্রার্থীদের বয়স ০২/০১/২০০৫ থেকে ০২/০৭/২০০৮ তারিখের মধ্যে হতে হবে।

আবেদনের যোগ্যতা(IAF Agniveervayu Musician Recruitment 2025)

  • যে কোন শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে।
  • গান গাওয়া এবং বাজানোতে দক্ষতা থাকতে হবে।
  • সিট মিউজিক একটি লাইন বাজাতে জানতে হবে ।
  • বাদ্যযন্ত্রটি সুর করতে এবং অন্যদের সঙ্গে পিচ মেলাতে সক্ষম হতে হবে।
  • যেকোনো শিক্ষা বোর্ড বা ভারত সরকার অথবা রাজ্য সরকারের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বা সঙ্গীত সমিতির অভিজ্ঞতা সার্টিফিকেট থাকতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  1. বয়সের প্রমাণপত্র
  2. ঠিকানার প্রমাণপত্র
  3. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  4. অভিজ্ঞতার প্রমাণপত্র
  5. পাসপোর্ট সাইজের রঙিন ছবি

আবেদন প্রক্রিয়া

প্রথমে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিন। তারপরে আপনার ইমেল আইডি এবং ফোন নাম্বার ব্যবহার করে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করে ফেলুন। পরবর্তীতে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি একত্রিত করে নির্দিষ্ট সাইজে আপলোড করুন। আবেদনপত্রে জমা করার পূর্বে নিজের কাছে একটি প্রিন্ট আউট করে রেখে দেবেন।

নিয়োগ প্রক্রিয়া

প্রথমে একটি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তারপর সংগীত দক্ষতা পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে।

Important Link

Official LinkClick Here
Official WebsiteDownload PDF

Leave a Comment