IBITF Recruitment 2025: আইআইটি ভিলাইতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কনসালটেন্ট অন্যান্য পথসহ 13 টি পদের নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। যেখানে একাধিক যোগ্যতায় আবেদন করতে পারবেন। ঠিক কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন? তা সম্পূর্ণ জানতে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
গুরুত্বপূর্ণ তারিখ
| আবেদন শুরু | ২৪/০৩/২০২৫ |
| বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৮/০৩/২০২৫ |
| আবেদন শেষ | ০৬/০৪/২০২৫ |
Read More: শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগ, ২৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ(IBITF Recruitment 2025)
| পদের নাম | শূন্য পদের সংখ্যা | বয়স সীমা | বেতন সীমা | শিক্ষাগত যোগ্যতা |
| আইন উপদেষ্টা | ০১ টি | ৪৫ বছর | ২.৩ লক্ষ টাকা (৮৯ দিনের যুক্তির জন্য) | এলএলবি, এম. কম |
| পরামর্শদাতা | ০১টি | ৪৫ বছর | ৮৫,০০০/- টাকা | স্নাতকোত্তর ডিগ্রি, সিএ, সিএস |
| সিনিয়র সফটওয়্যার ডেভেলপার | ০১টি | ৪৫ বছর | ৮৫,০০০/-টাকা | এমটেক/ এমই/ এমএস, বি.টেক./ বিই, এম.এসসি, এমসিএ |
| প্রকল্প প্রকৌশলী | ০১ টি | ৪৫ বছর | ৬০,০০০/- টাকা | এমটেক/ এমই/ এমএস, বি.টেক./ বিই, এম.এসসি, এমসিএ |
| প্রকল্প সহযোগী | ০১টি | ৪০ বছর | ৪০,০০০/- টাকা | বি.টেক./ বিই, এমএসসি/ এমসিএ/ এমকম, এমটেক/ এমই/ এমএস |
| প্রকল্প সহকারি | ০২টি | ৩৫ বছর | ২৫,০০০/- টাকা | বি.এসসি, ডিপ্লোমা, এমএসসি, বি.টেক./ বিই |
| আইটিএস বিশেষজ্ঞ | ০১টি | ৪৫ বছর | ১.৫ লক্ষ টাকা থেকে ২.৫ লক্ষ টাকা (৮৯ দিনের চুক্তির জন্য) | বি.এসসি, ডিপ্লোমা, এমএসসি, বি.টেক./ বিই |
| প্রস্তাব মাস্টার | ০৪টি | ৫৫ বছর | ১.০ লক্ষ টাকা (৮৯ দিনের চুক্তির জন্য) | এমবিএ, পিএইচডি, এমপিএ, বিই/ বি.টেক, এম.ফার্ম, এম.কম |
| প্রস্তাব বিশ্লেষণ | ০১টি | ৩৫ বছর | ১.০ লক্ষ টাকা (৮৯ দিনের চুক্তির জন্য) | স্নাতক ডিগ্রি, স্নাতকোত্তর ডিগ্রি |
নিয়োগ প্রক্রিয়া (IBITF Recruitment 2025)
আবেদনের উপর ভিত্তি করে আবেদনপত্র পর্যালোচনা করা হবে এছাড়াও লিখিত পরীক্ষা এবং দক্ষতা পরীক্ষা গোপন নির্ভর করে প্রার্থীদের জ্ঞান মূল্যায়নের একটি পরীক্ষা দিতে হবে। তারপর ইন্টারভিউ ডাকা হবে ইন্টারভিউ উত্তীর্ণ হলেই নিয়োগ প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে এবং ভালোভাবে বুঝে নেবেন। তারপর আপনার ইমেইল এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। সমস্ত ডকুমেন্ট এবং কাজের অভিজ্ঞতার শংসাপত্র সবকিছু নির্দিষ্ট সাইজে আপলোড করুন। তারপর সেটিকে কনফার্মেশন করুন। সর্বশেষে আবেদন পত্র জমা দেওয়া হয়ে গেলে ভবিষ্যতের রেফারেন্স এর জন্য আবেদনপত্রের এক কপি ডাউনলোড করে রাখুন।
Important Link (IBITF Recruitment 2025)
| Apply Link | Click Here |
| Official Link | Download Pdf |









