IIT System Engineer Grade 2025: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটির পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে গবেষণা উন্নয়ন বিভাগের অধীনে সিস্টেম ইঞ্জিনিয়ার পদের জন্য নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করবেন? কিভাবে নিয়োগ হবেন? কতগুলি শূন্যপদ রয়েছে? সমস্ত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
গুরুত্বপূর্ণ তারিখ
| আবেদন শুরু | ….. |
| আবেদন শেষ | ২৪/০৪/২০২৫ |
পদের নাম
এখানে(IIT System Engineer Grade 2025) যে পদে নিয়োগ করা হবে সেটি হল সিস্টেম ইঞ্জিনিয়ার গ্রেড (প্রকল্প মোড)
শূন্য পদের সংখ্যা
মোট তিনটি শূন্য পদ রয়েছে।
Read More: কারিগরি বিশ্লেষণ পদে কর্মী নিয়োগ, ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করুন।
বয়স সীমা
১৮ বছরের উর্ধ্বে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতন সীমা
এখানে কর্মরত ব্যক্তিদের বেতন হিসেবে প্রতি মাসে ৩৫ হাজার ৩৫০ টাকা দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
সিএসই/ আইডিতে বিটেক ডিগ্রী থাকতে হবে এবং ওয়েব ডেভেলপমেন্ট, জাভা, ডিবিএমএস এ অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন পত্রটি ফিলাপ করে জমা করে দিন।
নিয়োগ প্রক্রিয়া
যোগ্যতার উপর ভিত্তি করে প্রথমে একটি তালিকা বের করা হবে সেই তালিকায় থাকা প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে । তারপর সেই ইন্টারভিউ এর পারফরমেন্স এর উপর ভিত্তি করে নিয়োগ প্রদান করা হবে।
| IIT System Engineer Grade 2025 | Click Here |









