IMU Non Teaching Vacancy 2025: ইন্ডিয়ান মেরি টাইম ইউনিভার্সিটির পক্ষ থেকে কর্মী নিয়োগ, ছেলে মেয়ে উভয়ই আবেদন করুন।

By Ipsita Dey

Published On:

Follow Us
IMU Non Teaching Vacancy 2025

IMU Non Teaching Vacancy 2025: চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। ইন্ডিয়ান মেরি টাইম ইউনিভার্সিটির পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে ২৩ টি অ-শিক্ষক পদের জন্য ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে। কিভাবে আবেদন করবেন? কিভাবে নিয়েও হবেন? কোন কোন পদে আবেদন করতে পারবেন? সমস্ত নির্ভুল তথ্য জানতে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু০৫/০৪/২০২৫
আবেদন শেষ১৯/০৫/২০২৫
হার্ড কপি পাওয়ার তারিখ২৬/০৫/২০২৫

Read More: চুক্তিভিত্তিক চিকিৎসা অনুশীলনকারী পদের জন্য কর্মী নিয়োগ, আজই আবেদন করুন।

পদের বিবরণ(IMU Non Teaching Vacancy 2025)

পদের নামশূন্য পদের সংখ্যাশিক্ষাগত যোগ্যতাবেতন সীমা
অর্থ কর্মকর্তা ০১৫৫% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি(CA/ICWA অথবা বাণিজ্যে স্নাতকোত্তর)১৪৪২০০-২১৮২০০/-
ডেপুটি রেজিস্ট্রার০২৫৫% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি৭৮৮০০-২০৯২০০/-
সহকারী গ্রন্থাগারিক ০২৫৫% নম্বর সহ গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি এবং NET (অথবা পিএইচডি ছাড় ৫৭৭০০-১৮২৪০০/-
সহকারী রেজিস্ট্রার০৫৫৫% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি৫৬১০০-১৭৭৫০০/-
সহকারী প্রকৌশলী (সিভিল) ০২সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/বি.টেক.৫৬১০০-১৭৭৫০০/-
সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) ০২ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বিই/বি.টেক.৫৬১০০-১৭৭৫০০/-
সেকশন অফিসার ০৬স্নাতক ডিগ্রি৪৭৬০০-১৫১১০০/-
সেকশন অফিসার (অর্থ) ০৩বাণিজ্য, গণিত, অথবা পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি৪৭৬০০-১৫১১০০/-

বয়স সীমা

  • অর্থ কর্মকর্তা পদের জন্য ৫৭ বছরের ঊর্ধ্বে হলে হবে না।
  • ডেপুটি রেজিস্টার পদের জন্য ৫৫ বছরের ঊর্ধ্বে হলে হবে না।
  • সহকারি গ্রন্থাগারিক, সহকারী রেজিস্টার, সহকারী প্রকৌশলী পদের জন্য সর্বোচ্চ বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • সেকশন অফিসার পদের জন্য ৪৫ বছরের উর্ধ্বে হলে হবে না।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  1. বয়সের প্রমাণপত্র
  2. ঠিকানার প্রমাণ পত্র
  3. শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র
  4. জাত সংস্থাপত্র
  5. অভিজ্ঞতার প্রমাণ পত্র
  6. পাসপোর্ট সাইজের রঙিন ছবি

আবেদন প্রক্রিয়া(IMU Non Teaching Vacancy 2025)

প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে এবং পড়ে বুঝে নেবেন। তারপর নিজের নাম মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন কে সম্পূর্ণ করে ফেলুন। তারপর প্রয়োজনীয় সব ডকুমেন্ট গুলি অনলাইন এর মাধ্যমে নির্দিষ্ট সাইজে আপলোড করুন।

প্রয়োজনীয় লিঙ্ক

Official LinkClick Here
Official WebsiteDownload Pdf

Leave a Comment