IPPB Recruitment 2025 Notification PDF: ভারতীয় ডাক বিভাগের পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে। কেউ যদি পশ্চিমবঙ্গ রাজ্যের বা ভারতবর্ষের চাকরিপ্রার্থী হয়ে থাকেন, তাহলে আজকের প্রতিবেদন থেকে সমস্ত তথ্য জেনে নিন।
ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, IPPB এর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে Scale III, V, VI, ও VII অনুসারে বিভিন্ন বিশেষজ্ঞ চাকরিপ্রার্থীদের নিয়োগ করবে ডাক বিভাগ।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই নিয়োগের আবেদন গ্রহণ। পদের বিবরণ, মাসিক বেতন কাঠামো, আবেদনের যোগ্যতা, বয়স সীমা, শূন্যপদের সংখ্যা, আবেদন পদ্ধতি, নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে।
পদের নাম (IPPB Recruitment 2025 Notification PDF)
এখানে বিভিন্ন বিশেষজ্ঞ চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে চলেছে ডাক বিভাগ। যেখানে Scale III, V, VI, ও VII অনুসারে, সিনিয়র ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, চিফ কমপ্লায়েন্স অফিসার এবং চিফ অপারেটিং অফিসার পদ গুলিতে যোগ্য কর্মীদের নিয়োগ করবে IPPB।
শূন্যপদের সংখ্যা
এখানে সব মিলিয়ে মোট ৭টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান পোস্ট অফিস পেমেন্ট ব্যাংক।
Read More: কেন্দ্রীয় সংস্থায় ৪৫৯৭ শূন্যপদে কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশে গ্রপ সি পদে আবেদন।
মাসিক বেতন কাঠামো
এই নিয়োগের মাসিক বেতন সম্পর্কিত বিভিন্ন তথ্য জানার জন্য অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে সমস্ত চাকরিপ্রার্থীকে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে বিভিন্ন পদের (IPPB Recruitment 2025 Notification PDF) জন্য পৃথক শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করা হয়েছে। যেখানে বিশেষ বিষয়ে স্নাতক ডিগ্রি থেকে শুরু করে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রী প্রাপ্ত ব্যক্তিরাও আবেদন জানাতে পারবেন। পদের বিভাজনে শিক্ষাগত যোগ্যতার বিবরণ জানার জন্য অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন দেখে নিতে হবে।
বয়স সীমা
উল্লেখিত পদগুলিতে সর্বনিম্ন ২৬ বছর থেকে সর্বোচ্চ ৫৫ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। বিশেষ করে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি ছাড় দেওয়া হবে।
How to Apply for IPPB Recruitment 2025 Notification PDF?
ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে ippbonline.com গিয়ে সরাসরি অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে চাকরিপ্রার্থীদের। আবেদনের সাথে প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করে দিতে হবে এবং আবেদনমূল্য জমা করে দিলে আবেদনটি গৃহীত হবে।
আবেদন মূল্য
SC/ST/PWD : ১৫০/- টাকা
অন্যান্য চাকরি প্রার্থী : ৭৫০/- টাকা
নিয়োগ প্রক্রিয়া
- অনলাইন লিখিত পরীক্ষা
- গ্রুপ ডিসকাশন এবং
- ইন্টারভিউ
Important Links
| IPPB Recruitment 2025 Notification PDF | Download PDF |
| Online Application Link | Apply Online |
| IPPB Official Website Link | Click Here |









