Isro Istrac Recruitment 2025: ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে কর্মী নিয়োগ!

By Ipsita Dey

Published On:

Follow Us
Isro Istrac Recruitment 2025

Isro Istrac Recruitment 2025: ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে টেলিমেট্রি  ট্রাকিং এন্ড কমান্ড নেটওয়ার্কের অধীনে 75 টি শিক্ষানবিশ পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনি যদি এই পদের জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে কিভাবে আবেদন করবেন? কিভাবে নিয়োগ করা হবে? কত টাকা বেতন দেয়া হবে? সমস্ত কিছু জানতে আজকের প্রতিবেদনটি প্রথম থেকেও শেষ পর্যন্ত পড়ুন।

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২৭/০৩/২০২৫
আবেদন শেষ২১/০৪/২০২৫

পদের নাম

এখানে (Isro Istrac Recruitment 2025) যে যে পদে নিয়োগ করা হবে সেগুলো হল- স্নাতক শিক্ষানবিশ, ডিপ্লোমা শিক্ষানবিশ, ট্রেড শিক্ষানবিশ।

শূন্য পদের সংখ্যা

এখানে মোট ৭৫ টি শুন্য পদ রয়েছে।

Read More: অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে একাধিক কর্মী নিয়োগ। ছেলে মেয়ে উভয়ই আবেদন করুন।

শিক্ষাগত যোগ্যতা (Isro Istrac Recruitment 2025 )

স্নাতক শিক্ষানবিশ পদের জন্য প্রাসঙ্গিক বিষয়ে বিএ বা বিটেক পাশ করতে হবে।
ডিপ্লোমা শিক্ষানবিশ ওদের জন্য ইঞ্জিনিয়ারিং বা বাণিজ্যক অনুশীলনে ডিপ্লোমা পাশ করতে হবে।
ট্রেড শিক্ষানবিশ পদের জন্য প্রাসঙ্গিক ট্রেডে আইটিআই করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  • মার্কশিট
  • ডিগ্রী সার্টিফিকেট
  • এনএটিএস তালিকাভুক্ত নম্বর

আবেদন প্রক্রিয়া

নিচে দেওয়া অফিশিয়াল লিংকটি ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর সমস্ত নথিপত্র গুলি একত্রিত করে নির্দিষ্ট ইমেলে পাঠিয়ে দিতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

প্রথমে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি যাচাই করা হবে তারপর প্রার্থীদের দেখা হবে তারপর সে ইন্টারভিউ এর উপরে ভিত্তি করে পারফরমেন্স এবং একাডেমিক স্কোরের ওপর নিয়োগ প্রদান করা হবে।

Important Link

Official LinkClick Here
Official websiteDownload PDF

Leave a Comment