Isro Vass Recruitment 2025: ভারত সরকারের অধীনে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, বিক্রম সারাভাই স্পেস সেন্টার বিভিন্ন অ-শিক্ষক পদের নিয়োগ!

By Ipsita Dey

Published On:

Follow Us
Isro Vass Recruitment 2025

Isro Vass Recruitment 2025: ভারত সরকারের অধীনে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ISRO, বিক্রম সারাভাই স্পেস সেন্টার বা VSSC বিভিন্ন অ-শিক্ষক পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যোগ্য প্রার্থীরা রাজভাষা, হালকা যানবাহন চালক, ভারী যানবাহন চালক, ফায়ারম্যান, কত সহ বিভিন্ন পদে একাধিক শূন্য পদ রয়েছে যেখানে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। কিভাবে আবেদন করবেন দেখে নিন আজকের প্রতিবেদনে।

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২৯/০৩/২০২৫
আবেদন শুরু০১/০৪/২০২৫
আবেদন শেষ১৫/০৪/২০২৫

Read More: নাগপুর পৌর কর্পোরেশনে ল্যাব টেকনিশিয়ান এবং অন্যান্য পদের জন্য আবেদন করুন।

পদের বিবরণ(Isro Vass Recruitment 2025)

পদের নামশূন্য পদের সংখ্যাবয়স সীমাবেতন সীমা
সহকারি (রাজ ভাষা)০২২৮২৫,৫০০/- থেকে ৮১,১০০/-
হালকা যানবাহন চালক০৫৩৫১৯,৯০০/- থেকে ৬৩,২০০/-
ভারী যানবাহন চালক০৫৩৫১৯,৯০০/- থেকে ৬৩,২০০/-
ফায়ারম্যান০৩২৫১৯,৯০০/- থেকে ৬৩,২০০/-
রান্না০১৩৫১৯,৯০০/- থেকে ৬৩,২০০/-

আবেদনের যোগ্যতা(Isro Vass Recruitment 2025)

সহকারী (রাজ ভাষা)- ১০ পয়েন্ট ন্যূনতম ৬০% নম্বর পেয়ে সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এছাড়াও হিন্দি টাইপ করার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার জ্ঞান সম্বন্ধে ধারণা থাকতে হবে।

হালকা যানবাহন চালক- এস এস এল সি/ এসএসসি/ মাধ্যমিক পাস করতে হবে। হালকা যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে।

ভারী যানবাহন চালাক-এস এস এল সি/ এসএসসি/ মাধ্যমিক পাস করতে হবে। ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে পাবলিক সার্ভিস ব্যাচ এবং পাঁচ বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে।

ফায়ারম্যান- এসএসসি পাশ করতে হবে শারীরিকভাবে সুস্থ হতে হবে এবং শারীরিক দক্ষতার পরীক্ষা দিতে হবে।

রান্না- এসএসসি পাস করতে হবে এবং একটি সুপ প্রতিষ্ঠিত হোটেল বা ক্যান্টিনে রাধুনী হিসেবে রান্না করার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটটি ভালোভাবে দেখে এবং বুঝে নিন। তারপর নিজের নাম সহ প্রয়োজনীয় কাগজপত্র গুলি দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন ডকুমেন্ট গুলি নির্দিষ্ট সাইটে আপলোড করুন। তারপর আবেদ প্রদান করুন। সবশেষ আবেদন পত্রের জমা দিয়ে ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটু প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দেবেন।

নিয়োগ প্রক্রিয়া

প্রথম একটি লিখিত পরীক্ষা এবং পরে দক্ষতা পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে প্রার্থীদের।

প্রয়োজনীয় লিঙ্ক

Isro Vass Recruitment 2025Click Here

Leave a Comment