Jadavpur IACS Recruitment 2025: ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দা কালটিভেশন অফ সাইন্স (IACS) কেমিক্যাল সাইন্স স্কুলে রিসার্চ অ্যাসোসিয়েট-I পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো গেছে। আপনি যদি কলকাতার এই যাদবপুরে অবস্থিত উল্লেখিত কোম্পানিতে আবেদন করতে চান তাহলে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ে নিন।
গুরুত্বপূর্ণ তারিখ
| বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৯/০৪/২০২৫ |
| আবেদন শেষ | ২৩/০৪/২০২৫ |
| ইন্টারভিউ এর তারিখ | ২৪/০৪/২০২৫ |
নিয়োগ কারী সংস্থা
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স।
পদের নাম
এখানে(Jadavpur IACS Recruitment 2025) যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হল গবেষণার সহযোগী-১।
Read More: আসাম পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কর্মী নিয়োগ,১৬০টি শুন্য পদ রয়েছে।
শূন্য পদের সংখ্যা
একটি শূন্য পদ রয়েছে।
বয়স সীমা
১৮ বছরের উর্ধ্বে সকল প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
আবেদন করতে গেলে প্রার্থীদের জীবন বিজ্ঞান বা জৈব প্রযুক্তিতে পিএইচডি ডিগ্রি থাকতে হবে এছাড়াও রসায়নিক জীববিজ্ঞান এবং নিউক্লিক এসিড রসায়নের অতিরিক্ত দক্ষতা প্রয়োজন।
বিএসসি এবং এমএসসি উভয় বিষয়েই ষাট শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে। সাথে NET যোগ্যতাও থাকতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
- বয়সের প্রমাণপত্র
- ঠিকানার প্রমাণপত্র
- জাত সংস্থাপত্র
- যোগ্যতার প্রমাণপত্র
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি
আবেদন প্রক্রিয়া(Jadavpur IACS Recruitment 2025)
নিচে দেওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে বুঝে নিয়ে নিজের নাম মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময় এবং তারিখের মধ্যে পৌঁছে দিতে হবে তবেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
ঠিকানা
প্রয়োজনীয় লিঙ্ক
| Officoial Link | Click Here |
| Official Website | Download PDF |









