Jio Company Work From Home 2025: জিও কোম্পানিতে ওয়ার্ক ফ্রম হোম! বাংলা ভাষাতে মোবাইল দিয়ে কাজ।

By Ipsita Dey

Published On:

Follow Us
Jio Company Work From Home 2025

Jio Company Work From Home 2025: আপনি কি বাংলা ভাষা জানেন? তাহলে আপনার জন্য রয়েছে বাড়ি বসে কাজ (Work From Home) করার দারুন সুযোগ। কোনপ্রকার Laptop বা Computer-এর প্রয়োজন নেই। শুধুমাত্র হাতের ফোন দিয়ে করতে পারবেন।

সমস্ত কিছু আজকের প্রতিবেদনে আলোচনা করছি বিস্তারিত। কি পদে নিয়োগ করা হচ্ছে? কি কাজ করতে হবে? মাইনে, বয়স, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? আবেদন কিভাবে করবেন?

এই কাজটির সুবিধা (Jio Company Work From Home 2025)

  1. মোবাইল থেকে কাজ করার সুবিধা
  2. বাংলা ভাষায় কাজ করতে পারবেন।
  3. এটি সম্পূর্ণ বাড়িতে বসে কাজ।
  4. নিজের টাইম মতো কাজ করতে পারবেন।
  5. কোনো টার্গেট বা কাজের প্রেসার থাকবে না।
  6. পার্ট টাইম অথবা ফুল টাইম হিসেবে।
  7. Student, Housewife, Employee, Business Owner সবার জন্য সুযোগ।
  8. কোন প্রকার Investment করতে হবেনা, বা টাকা/পয়সা লাগবে না।
  9. Unlimited Income করতে পারবেন।

Read More: ব্যাঙ্ক অফ বরোদায় ৫০০ শূন্যপদে নিয়োগ চলছে, মাধ্যমিক পাস করলেই সুযোগ।

Post Name

CSA- Customer Service Associate

Education Qualification

এখানে আবেদন করার জন্য নুন্যতম মাধ্যমিক (10th) পাশ যোগ্যতা লাগবে। এছাড়া, উচ্চমাধ্যমিক (12th), গ্রাজুয়েশন (Graduation) পাশে আবেদন করা যাবে।

Age Limit (Jio Company Work From Home 2025)

নুন্যতম ১৮ বছর বয়স হলেই আবেদন করা সম্ভব। সর্বচ্চ বয়সসীমা ৫০/৫৫ বছর হলেও চলবে।

Monthly Salary

এখানে বাধাধরা কোন Fixed মাইনে নেই। তুমি যত ঘন্টা কাজ করবেন, তত ইনকাম হবে। যত বেশি Effort দেবে, তত বেশি আয় করতে পারবে। Freelancing কাজের মতো ধরতে পারো।

Job Profile (Jio Company Work From Home 2025)

যে সমস্ত জিও সিমের কাস্টমারদের রিচার্জ শেষ হয়ে গেছে। তাদের ফোন করে আবার রিচার্জ করতে বলতে হবে। কাস্টমারের নাম, ফোন নম্বর জিও কোম্পানি দিয়ে দেবে।

Selection Process

ভিডিও এসেস্টমেন্ট টেস্টের মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের চাকরি দেওয়া হবে। বাড়িতে বসেই মোবাইল ফোনে এই টেস্ট দিতে পারবেন। একদম বেসিক লেভেলের প্রশ্ন করবে। খুব সহজেই পাশ করতে পারবেন।

Application Process

সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এরজন্য তোমাকে Google Play Store থেকে Jio Careers App ডাউনলোড করতে হবে। তারপরে, এই App-এ একটি একাউন্ট বানিয়ে নাও। একাউন্ট বানানোর সময় আধার কার্ডে দেওয়া নামের বানান দেখে লিখবে।

ব্যক্তিগত ফোন নম্বর দিয়ে নয়, কোনো Alternative নম্বর দিয়ে একাউন্ট খুলবে। কারন তোমার নম্বর জিও কাস্টমারের কাছে শো করবে। একাউন্ট বানানো হয়ে গেলে Login ডিটেইলস যত্ন করে রেখে দেবে। প্রত্যেকদিন কাজ করার সময় এটা দিয়ে Login করতে হবে।

একাউন্ট খোলা হয়ে গেলে, নিজের Profile-টা কমপ্লিট করে নাও। এক্ষেত্রে, একটি বায়োডাটা আপলোড করার প্রয়োজন হবে।

প্রোফাইল সম্পূর্ণ হয়ে গেলে, Freelancer পোস্টটির জন্য আবেদন করো, কলকাতা অথবা West Bengal লোকেশনের জন্য। বাংলা ভাষায় কাজ করার জন্য লোকেশন বাছাই করাটা অত্যন্ত জরুরী। অন্য কোনো লোকেশন বাছাই করলে হিন্দী ভাষায় কথা বলতে হবে।

পোস্ট বাছাই করে আবেদন করার পর, তোমার ইমেলে একটি OTP যাবে। সেটা দিয়ে Video Assessment Test দিতে হবে। এই টেস্টে পাশ করলেই চাকরি হয়ে যাবে।

Jio Company Work From Home 2025

Online Apply Link

Required Application

  1. আবেদন করার জন্য এবং ভিডিও টেস্ট দেবার জন্য Jio Careers App ডাউনলোড করতে হবে।
  2. কাজ করার জন্য Jio FSM App ডাউনলোড করতে হবে।

এই দুটি App Google Play Store থেকে বিনামুল্যে ডাউনলোড করতে পারবে।

Leave a Comment