KGMU Recruitment 2025: কিং জর্জ’স মেডিকেল ইউনিভারসিটির পক্ষ থেকে কর্মী নিয়োগ,মাসিক বেতন ৬৭,০০০/-টাকা।

By Ipsita Dey

Published On:

Follow Us
KGMU Recruitment 2025

KGMU Recruitment 2025: কিং জর্জ’স মেডিকেল ইউনিভারসিটির পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লখনও আইসিএমআর- এন এইচ আর পি এর অধীনে প্রকল্প গবেষণা বিজ্ঞানী। পদের জন্য নিয়োগ করা হবে। আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০১/০৪/২০২৫
আবেদন শুরু২৫/০৪/২০২৫
ইন্টারভিউ এর তারিখ২৯/০৪/২০২৫

পদের নাম

এখানে(KGMU Recruitment 2025) যে পদে নিয়োগ করা হবে সেটি হল প্রকল্প গবেষণা বিজ্ঞানী I (চিকিৎসা)

বয়স সীমা

আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্য হতে হবে।

Read More: ন্যাশনাল কাউন্সিল অফ সাইন্স মিউজিয়াম এর পক্ষ থেকে কর্মী নিয়োগ, ছেলে মেয়ে উভয়ই আবেদন করুন।

বেতন সীমা

এখানে কর্মরত ব্যক্তিদের মাসিক বেতন ৬৭,০০০/-টাকা করে প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা(KGMU Recruitment 2025)

এখানে আবেদন করতে গেলে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস বা বিডিএস ডিগ্রী অর্জন করতে হবে।
প্রয়োজনীয় যোগ্যতার উপর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে দু’বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি এবং হিন্দি ভাষায় দক্ষ হতে হবে। এছাড়াও স্বাস্থ্য সম্পর্কিত ফিল্ড প্রোগ্রামে অভিজ্ঞতা থাকলে আবেদন যোগ্য হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  1. বয়সের প্রমাণপত্র।
  2. মার্কশিট।
  3. ডিগ্রী সার্টিফিকেট।
  4. অভিজ্ঞতার প্রমাণপত্র।
  5. ঠিকানার প্রমাণ পত্র।
  6. পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

আবেদন প্রক্রিয়া

প্রথমে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে দেখে এবং বুঝে নেবেন তারপর ফর্মটি সঠিকভাবে ফিলাপ করে আপনার সিভি সহ প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি একত্রিত করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময় এবং তারিখের মধ্যে পৌঁছে দিতে হবে।

ঠিকানা

জনস্বাস্থ্য দন্তচিকিৎসা বিভাগ
দন্ত বিজ্ঞান অনুষদ (পুরাতন দন্ত ভবন, দ্বিতীয় তলা)
কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়, লখনউ – ২২৬০০৩

Important Link

Official LinkClick Here
Official WebsiteDownload Pdf

Leave a Comment