Kolkata Chittaranjan Cancer Hospital Vacancy 2025: কলকাতা চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে কর্মী নিয়োগ!

By Ipsita Dey

Published On:

Follow Us
Kolkata Chittaranjan Cancer Hospital Vacancy 2025

Kolkata Chittaranjan Cancer Hospital Vacancy 2025: পশ্চিমবঙ্গে চাকরিপ্রার্থীদের জন্য আবারও সুখবর। রাজ্যের কলকাতা চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে কর্মী নিয়োগ করা হবে। এখানে নিয়োগ পরিচালনা করবে সরকারের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া লিমিটেড। আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন এবং সঠিক তথ্য জেনে আবেদন করুন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু…..
আবেদন শেষ১৬/০৪/২০২৫

Read More: রাজকোট পৌর কর্পোরেশনে কর্মী নিয়োগ, ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করুন।

পদের বিবরণ(Kolkata Chittaranjan Cancer Hospital Vacancy 2025)

পদের নামবেতন সীমাআবেদনের যোগ্যতা
সোশ্যাল ওয়ার্কার২৪,০০০/- টাকাBSW বা MST ডিগ্রী থাকতে হবে। দু বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
PICU টেকনিশিয়ান২৫,০০০/- টাকাসাইন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং থিয়েটার টেকনোলজি নিয়ে গ্রাজুয়েশন কিংবা ডিপ্লোমা ডিগ্রী অর্জন করতে হবে। কাজ করার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
নেটওয়ার্ক সাপোর্ট এক্সিকিউটিভ৩০,০০০/-টাকানেটওয়ার্ক মনিটরিং বিষয়ে স্নাতক ডিগ্রী থাকতে হবে এছাড়াও সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
জুনিয়র হিন্দি টাইপিস্ট২০,০০০/-টাকাশুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশেই আবেদন জানাতে পারবেন প্রতিটি প্রার্থীদের হিন্দি ভাষায় প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপ করতে হবে।

আবেদন প্রক্রিয়া

প্রথমে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে এবং দেখি নিতে হবে। তারপর নিজের নাম মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করে আবেদন পত্র ঠিক সঠিক প্রক্রিয়ায় ফিলাপ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলো একত্রিত করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদন ফি

GEN/OBC – ২৯৫ টাকা
SC/ST/ PWBD- কোন আবেদন ফি লাগবেনা।

নিয়োগ প্রক্রিয়া

এখানে নিযুক্ত হওয়ার জন্য কোনরকম পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে প্রার্থীদের।

প্রয়োজনীয় লিঙ্ক

Kolkata Chittaranjan Cancer Hospital Vacancy 2025Click here

Leave a Comment