Kolkata Civil Court Recruitment 2025: কলকাতা সিভিল কোর্টে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ! বেতন প্রতিমাসে ১৭ হাজার টাকা।

By Ipsita Dey

Published On:

Follow Us
Kolkata Civil Court Recruitment 2025

Kolkata Civil Court Recruitment 2025: নতুন বছরে রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। কলকাতা সিভিল কোর্টের তরফ থেকে একাধিক শুন্যপদে গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বর্তমানে চাকরির প্রয়োজন রয়েছে এমন প্রার্থীদের জন্য এটি সুবর্ণ সুযোগ।

রাজ্যের যে কোন জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে এই চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, পদের বিবরন, বয়স সীমা, বেতন, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি বিস্তারিতভাবে আলোচনা করা হল।

পদের বিবরণ

নিয়োগ সংস্থাকলকাতার সিটি সিভিল কোর্ট
পদের নামনিচে বিস্তারিত
মোট শূন্যপদ১৪ টি

পদের নাম

  1. ইংরেজি স্টেনোগ্রাফার (Group-B)
  2. লোয়ার ডিভিশন সহকারী (Group-C)
  3. ডেটা এন্ট্রি অপারেটর (Group-C), Group- D

বয়স সীমা

Kolkata Civil Court Recruitment 2025 তে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারেন। তবে সরকারের নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য যথাযথ ছাড় দেওয়া হয়।

বেতন

উল্লেখিত পদে আগ্রহী আবেদনকারীরা চাকরি পাবার পর প্রতিমাসে বেতন পাবেন নুন্যতম ১৭,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৮২,৯০০ টাকা

Read More: জিও কোম্পানিতে ওয়ার্ক ফ্রম হোম! বাংলা ভাষাতে মোবাইল দিয়ে কাজ।

শিক্ষাগত যোগ্যতা

পদের নামশিক্ষাগত যোগ্যতা
ইংরেজি স্টেনোগ্রাফারস্নাতক পাশ
ডেটা এন্ট্রি অপারেটর (গ্রুপ-সি)/লোয়ার ডিভিশন সহকারী (গ্রুপ-সি)মাধ্যমিক পাশ
গ্রুপ-ডিঅষ্টম শ্রেণী পাশ

নিয়োগ প্রক্রিয়া

এখানে মোট তিনটি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে।

  1. টাইপিং পরীক্ষা
  2. কম্পিউটার পরীক্ষা
  3. ইন্টারভিউ

How To Apply For Kolkata Civil Court Recruitment 2025?

১) আবেদনকারীরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর সঠিকভাবে সম্পূর্ণ (Kolkata Civil Court Recruitment 2025) ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সবশেষে সঠিক সময় ও তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।

গুরুত্বপূর্ণ ডকুমেন্ট

  1. বার্থ সার্টিফিকেট।
  2. ভোটার কার্ড।
  3. কাস্ট সার্টিফিকেট।
  4. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট হিসাবে মার্কশীট/সার্টিফিকেট।
  5. পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

Important Links

Kolkata Civil Court Recruitment 2025Click Here
Official NotificationDownload PDF

Leave a Comment