Kolkata Port Recruitment 2025: এই রাজ্যের মধ্যে বিখ্যাত বন্দর হলদিয়া বন্দর বা শ্যামাপ্রসাদ মুখার্জির বন্দর রয়েছে। এখানে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো গেছে। সেখানে বলা হয়েছে যে বর্তমানে উচ্চতর ডিগ্রি লাভ করেছেন এমন প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। মোটা অংকের বেতন প্রদান করা হবে বলে জানানো গেছে সংস্থার পক্ষ থেকে। ঠিক কত টাকা বেতন দেয়া হবে? কিভাবে আবেদন করবেন? দেখে নিন সমস্ত তথ্য আজকের প্রতিবেদনে।
গুরুত্বপূর্ণ তারিখ
| আবেদন শুরু | ….. |
| আবেদন শেষ | ২৬/০৪/২০২৫ |
পদের নাম
এখানে(Kolkata Port Recruitment 2025 ) যে পদে নিয়োগ করা হবে সেটি হল অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডন্ট।
Read More: স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নতুন কর্মী নিয়োগ! ইচ্ছুক প্রার্থীরা আবেদন করুন।
বয়স সীমা
আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্য হতে হবে। এছাড়াও আবেদনকারীর বয়স ০১/০৩/২০২৫ তারিক অনুযায়ী হিসাব করা হবে।
বেতন সীমা
এখানে কর্মরত ব্যক্তিদের হলদিয়া বন্দরের পক্ষ থেকে প্রতি মাসে বেতন হিসাবে ৫৭,০০০/- টাকা করে প্রতি মাসে প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা(Kolkata Port Recruitment 2025 )
এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ডিগ্রী অর্জন করতে হবে এছাড়াও স্নাতকোত্তর ডিগ্রী বা পূর্ণ সময়ের জন্য দুই বছরের ডিপ্লমা ডিগ্রী থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংস্থার বিজ্ঞপ্তি অনুসারে জানা গেছে কমপক্ষে দু বছরের বন্দর সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
- বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- ভোটার কার্ড অথবা প্যান কার্ড
- অভিজ্ঞতার প্রমাণপত্র
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি
আবেদন প্রক্রিয়া
প্রথমে সংসার অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে এবং বুঝে নেবেন। তারপর নিজের নাম এবং মোবাইল নাম্বার ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। সবশেষে প্রয়োজনীয় নথিপত্র গুলি একত্রিত করে নির্দিষ্ট ঠিকানায় আবেদন পদ্ধতি পাঠিয়ে দিন।
ঠিকানা
Sr. Dy. Secretary-II, 15, Strand Road, Kolkata 700001
নিয়োগ প্রক্রিয়া
বিজ্ঞপ্তি অনুসারে জানা গেছে প্রার্থীদের প্রথম একটি লিখিত পরীক্ষা হবে এবং সেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ইন্টারভিউ ডাকা হবে। ইন্টারভিউ এর উপর ভিত্তি করেই নিয়োগ প্রদান করা হবে। এটি একটি তিন বছরের চুক্তিভিত্তিক নিয়ম পরবর্তী সময়ে বন্ধনের প্রয়োজন অনুযায়ী এক চুক্তির সময়কাল বাড়ানো হতে পারে।
| Kolkata Port Recruitment 2025 | Click Here |









