Kolkata Science City Recruitment 2025: কলকাতা সাইন্স সিটিতে কর্মী নিয়োগ! বেতন ৩৫,০০০/- টাকা প্রতিমাসে।

By Ipsita Dey

Published On:

Follow Us
Kolkata Science City Recruitment 2025

Kolkata Science City Recruitment 2025: কলকাতায় অবস্থিত সাইনসিটি একটি বৃহত্তম পার্ক যেটি আমরা সকলেই চিনি। কেন্দ্রীয় সরকারের অন্তর্গত সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে থাকা এই পার্কটির পক্ষ থেকে এবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অনেকগুলি শূন্য পদ রয়েছে যেখানে কর্মী নিয়োগ করা হবে এবং বেশ মোটা অংকের বেতন প্রদান করা হবে। ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন করবেন? কিভাবে নিয়োগ হবেন? কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন? সমস্ত তথ্য খুঁটিয়ে জানতে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু……
আবেদনের শেষ১৪/০৪/২০২৫

পদের নাম

এখানে(Kolkata Science City Recruitment 2025) যে পদে নিয়োগ করা হবে সেটি হল সাইন্স কমিউনিকেটর।

শূন্য পদের সংখ্যা

এখানে মোট আটটি শূন্য পদ রয়েছে যেখানে কর্মী নিয়োগ করা হবে।

বয়স সীমা

১৮ বছরের উর্ধ্বে সকল প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।

Read More: অভ্যন্তরীণ ন্যায়পাল পদে কর্মী নিয়োগ। এখনি আবেদন করুন।

বেতন সীমা

এখানে(Kolkata Science City Recruitment 2025) কর্মরত ব্যক্তিদের প্রতি মাসে ৩৫ হাজার টাকা করে বেতন প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

ইচ্ছুক আবেদনকারী প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা জীববিদ্যা অথবা রসায়নবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করতে হবে। এই যোগ্যতাটি ২০২২ এর পরবর্তী বছর বা ২০২২ এ অর্জন করতে হবে। এছাড়াও ইচ্ছুক প্রার্থীদের স্থানীয় ভাষা অর্থাৎ বাংলা বা হিন্দি ইংরেজি ভাষায় অভিজ্ঞ থাকতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  • বয়সের প্রমাণপত্র বা পরিচয় পত্র।
  • শিক্ষাগত যোগ্যতার মার্কশিট বা সার্টিফিকেট।
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীকে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ নিচে দেওয়া পত্রটি প্রথমে এরপর পেজে প্রিন্ট আউট করে নিতে হবে তারপর সঠিক প্রক্রিয়ায় হাতে কলমে সেটিকে পূরণ করতে হবে। এবং সবশেষে নির্দিষ্ট সময় এবং তারিখের মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি এবং তার জেরক্স কপি সহিসহ একসঙ্গে জমা দিতে হবে।

ঠিকানা

Controller of Administration, Science City, JBS Haldane Avenue, Kolkata – 700 046

নিয়োগ প্রক্রিয়া

প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং কমিউনিকেশন স্কিল পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ প্রদান করা হবে।

প্রয়োজনীয় লিঙ্ক

Kolkata Science City Recruitment 2025Click Here

Leave a Comment