Ladli Behna Yojana 2025: কেন্দ্রের নতুন স্কীমে আবেদন! প্রতিমাসে ১২০০/- টাকা পাবেন মহিলারা।

By Ipsita Dey

Published On:

Follow Us
Ladli Behna Yojana 2025

Ladli Behna Yojana 2025: মহিলাদের জন্য চালু করা এই প্রকল্প থেকে বাতিল পড়ল ১ লক্ষ ৬৩ হাজার মহিলার নাম। রাজ্য সরকারের পাওয়া তথ্য অনুযায়ী এই ১ লক্ষ ৬৩ হাজার মহিলা প্রতি মাসে এই প্রকল্পের আর্থিক সহায়তার যোগ্য নন। এই বিষয়ে কড়া সিদ্ধান্ত দিল রাজ্য সরকার। এই তালিকায় আপনারও নাম নেই তো? বিস্তারিতভাবে জেনে নেওয়ার জন্য অবশ্যই পড়ে নিন আজকের প্রতিবেদনটি।

পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মুখ্যমন্ত্রীর মতে, রাজ্যের সমস্ত মহিলারা মা লক্ষ্মীর অনুরূপ।

Ladli Behna Yojana 2025 Details

সেই কারণে তারা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করতে পারেন, সেই দিকে খেয়াল রেখেছে রাজ্য সরকার। এই কারণে পশ্চিমবঙ্গ রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে ১০০০ এবং ১২০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে।

তবে পশ্চিমবঙ্গ রাজ্যের এই দুর্দান্ত প্রকল্পকে (Ladli Behna Yojana 2025) পিছনে ফেলে, শুরু করা হয়েছিল লাডলি বেহেনা যোজনা। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছিল মধ্যপ্রদেশ রাজ্যে।

সম্প্রতি মধ্যপ্রদেশ রাজ্য সরকারের পক্ষ থেকে ১ লক্ষ ৬৩ হাজার মহিলার নাম বাতিল করা হয়েছে লাডলি বেহেন যোজনা থেকে। প্রকল্পের সুবিধা উঠানোর জন্য বহু অযোগ্য মহিলা এই প্রকল্পে আবেদন জাগিয়েছিলেন বলে দাবি রাজ্য সরকারের।

Read More: কেন্দ্র সরকার দিচ্ছে ৫০ হাজার টাকা! সক্ষম স্কলারশিপ যোজনায় আবেদন করো।

নতুন বছরের জানুয়ারি মাসের ১২ তারিখে মধ্যপ্রদেশ রাজ্যের লাডলি বেহেনা যোজনার ২০ তম কিস্তি দিয়েছে মধ্যপ্রদেশ রাজ্য সরকার। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের মহিলাদের পাশে দাঁড়াতে চলেছে রাজ্য সরকার। কুড়ি তম কিস্তির মাধ্যমে ১২৫০ টাকা দেওয়া হবে রাজ্যের যোগ্য মহিলাদের।

প্রকল্পে আবেদনের যোগ্যতা

১) এই প্রকল্পে আবেদনের জন্য অবশ্যই ইচ্ছুক প্রার্থীদের মহিলা হতে হবে এবং মধ্যপ্রদেশ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) প্রতিটি আবেদনকারী মহিলাকে অবশ্যই দারিদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে।

৩) তপশিলি জাতি, উপজাতি এবং আদিবাসী সম্প্রদায়ের মহিলারা এই প্রকল্পে অগ্রাধিকার পেয়ে যাবেন।

৪) প্রতিটি আবেদনকারী মহিলার পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।

৫) ২১ বছর থেকে ৬০ বছর বয়সী মহিলারাই এখানে আবেদন জানাতে পারবেন।

How to Apply for Ladli Behna Yojana 2025?

মধ্যপ্রদেশ রাজ্যের লাডলি বেহেনা যোজনা প্রকল্পে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন চালাতে পারবেন ইচ্ছুক মহিলারা। এর জন্য প্রতিটি মহিলাকে প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যথাযথ তথ্যের সাথে আবেদন পত্রটি পূরণ করতে হবে।

এরপর প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করে দিলেই আবেদন গ্রহণ করা হবে সরকারের পক্ষ থেকে।

Official Website Link

Leave a Comment