MPSC Recruitment 2025: জুনিয়র ইঞ্জিনিয়ার ও অন্যান্য পদে কর্মী নিয়োগ, ছেলে মেয়ে উভয়ই আবেদন করুন।   

By Ipsita Dey

Published On:

Follow Us
MPSC Recruitment 2025

MPSC Recruitment 2025: মেঘালয় পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে, যেখানে রয়েছে আইনি পরিমাপ পরিদর্শক, জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেট-১(সিভিল), ড্রাফটসম্যান গ্রেড-২, অ্যাকাউন্ট সহকারি পদে কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি উল্লেখিত পদগুলিতে আবেদন করতে চান বা কর্মী হিসেবে নিযুক্ত হতে চান তাহলে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ুন।

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৪/০৪/২০২৫
আবেদন শেষ১৫/০৫/২০২৫

Read More: গবেষণা তদন্তকারী পদে কর্মী নিয়োগ, ছেলে মেয়ে উভয়ই আবেদন করুন।

পদের বিবরণ(MPSC Recruitment 2025)

পদের নামশূন্য পদের সংখ্যাশিক্ষাগত যোগ্যতা
আইনি পরিমাপ পরিদর্শক০১পদার্থবিদ্যায় বিএসসি অথবা যে কোন বিষয়ে বি.এ বা বি.টেক ডিগ্রী থাকতে হবে।
জুনিয়র ইঞ্জিনিয়ার    ১০৯সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
ড্রাফটসম্যান / সার্ভেয়ার০৭সিভিল ইঞ্জিনিয়ারিং/ড্রাফটসম্যান/সার্ভেয়ারে ডিপ্লোমা থাকতে হবে।
হিসাব সহকারী০২এইচএসএসএলসি বা সমমানের ডিগ্রী থাকতে হবে।

বয়স সীমা

এখানে(MPSC Recruitment 2025) আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  1. বয়সের প্রমাণপত্র
  2. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  3. ঠিকানার প্রমাণপত্র
  4. কাস্ট সার্টিফিকেট
  5. পাসপোর্ট সাইজের রঙিন ছবি

আবেদন প্রক্রিয়া(MPSC Recruitment 2025)

প্রথমে অফিসিয়াল লিংকে ক্লিক করে ভালোভাবে দেখে নিন তারপর অনলাইন আবেদনের ক্লিক করে লগইন করে পছন্দ সই পদের ফরমটি সঠিক প্রক্রিয়ায় ফিলাপ করে সমস্ত নথিপত্র গুলি নির্দিষ্ট সাইজে আপলোড করুন সবশেষে ফি প্রদানের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শেষ করুন সেটি অবশ্যই নির্দিষ্ট সময় এবং তারিখের মধ্যে।

নিয়োগ প্রক্রিয়া

স্ক্রিনিং টেস্ট এর উপর ভিত্তি করে নিয়োগ প্রদান করা হবে।

  • সাধারণ জ্ঞান
  • ইংরেজি
  • সিভিল ইঞ্জিনিয়ারিং

স্ক্রিনিং পরীক্ষা শিলং, তুরা, জোয়াই, উইলিয়ামনগর এ অবস্থিত কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে।

আবেদন ফি

আইনি পরিমাপ পরিদর্শক এবং জুনিয়র ইঞ্জিনিয়ার৩৫০ টাকা/-
ড্রাফটসম্যান / সার্ভেয়ার এবং হিসাব সহকারী৩২০ টাকা/-

প্রয়োজনীয় লিঙ্ক

Official LinkClick Here
Official WebsiteDownload PDF

Leave a Comment