NCSM Recruitment 2025: ন্যাশনাল কাউন্সিল অফ সাইন্স মিউজিয়াম এর পক্ষ থেকে কর্মী নিয়োগ, ছেলে মেয়ে উভয়ই আবেদন করুন।

By Ipsita Dey

Published On:

Follow Us
NCSM Recruitment 2025

NCSM Recruitment 2025: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুখবর। ন্যাশনাল কাউন্সিল অফ সাইন্স মিউজিয়াম এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মুম্বাইয়ের নেহেরু সাইন্স সেন্টারে নিরাপত্তার রক্ষণাবেক্ষণ কর্মকর্তার পদ ফাঁকা রয়েছে। আপনি যদি এই পদে নিযুক্ত হতে চান, তাহলে এই প্রতিবেদন অনুযায়ী সমস্ত তথ্য অনুসরণ করে আবেদন করে ফেলুন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু১০/০৪/২০২৫
আবেদন শেষ০৯/০৫/২০২৫

পদের নাম

যে পদে নিয়োগ করা হবে সেটি হল নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কর্মকর্তা।

শূন্য পদের সংখ্যা

এখানে(NCSM Recruitment 2025) মোট একটি শূন্য পদ রয়েছে।

Read More: গোয়ায় কাস্টমস মেরিন উইংয়ের বিভিন্ন গ্রুপ ‘সি’ পদের জন্য আবেদন করুন। বেতন ৩০,০০০/- টাকা।

বয়স সীমা

আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্য হতে হবে।

বেতন সীমা

সপ্তম বেতন কমিশন অনুসারে মাসিক বেতন ৪৪,৯০০/-টাকা থেকে ১,৪২,৪০০/-টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়াও আরো নানান ধরনের সুযোগ সুবিধা পাবেন।

আবেদনের যোগ্যতা(NCSM Recruitment 2025)

এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই স্নাতক হতে হবে এবং অগ্নি নিরাপত্তা, অগ্নি নির্বাপক সরঞ্জাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
সেনা, নৌ বাহিনী, বিমান বাহিনী, অথবা সমমানের পদে রাজ্য পুলিশের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

প্রথমে অফিশিয়াল লিংক থেকে আবেদনপত্র টি ডাউনলোড করে নিতে হবে তারপর সেটিকে সঠিক প্রক্রিয়ায় ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগের মাধ্যমে জমা করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদন ফি

GEN১১৮০/-
SC/ST/মহিলা/প্রতিবন্ধী/প্রাক্তন সৈনিককোন ফি লাগবে না

ঠিকানা

জাতীয় বিজ্ঞান জাদুঘর পরিষদ, নেহেরু বিজ্ঞান কেন্দ্র, ওরলি, মুম্বাই – ৪০০০১৮

প্রয়োজনীয় লিঙ্ক

Official LinkClick Here
Official WebsiteDownload PDF

Leave a Comment