NFDC Recruitment 2025: জাতীয় চলচ্চিত্র উন্নয়নে সিনিয়র প্রোগ্রামার, সহকারি ব্যবস্থাপক , সিনিয়র এক্সিকিউটিভ, সহকারী সমন্বয়কারী, সহযোগী চলচ্চিত্র প্রোগ্রামার, উৎসব সমন্বয়কারী পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি আগ্রহী থেকে থাকেন এবং এই সমস্ত পদে আবেদন করতে চান তাহলে দেরি না করে এখনি আবেদন করে ফেলুন।
গুরুত্বপূর্ণ তারিখ
| আবেদন শুরু | …. |
| আবেদন শেষ | ১০/০৪/২০২৫ |
Read More: জুনিয়র এক্সিকিউটিভ পদে নতুন কর্মী নিয়োগ! বেতন ১৮,০০০/- টাকা প্রতিমাসে।
পদের বিবরণ(NFDC Recruitment 2025)
| পদের নাম | শূন্য পদের সংখ্যা | আবেদনের যোগ্যতা | বেতন সীমা |
| সিনিয়র প্রোগ্রামার | ০২ | মাছ কমিউনিকেশন বা ফিল্ম স্টাডিসে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। ৬ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। | ৮০,০০০ টাকা |
| সহকারি ব্যবস্থাপক | ০১ | কম্পিউটার সাইন্স, সিস্টেম ইঞ্জিনিয়ারিং বা নেটওয়ার্ক এডমিনের স্টেশনে গ্র্যাজুয়েট পাশ থাকতে হবে। ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। | ৭০,০০০ টাকা |
| সিনিয়র এক্সিকিউটিভ | ০১ | যেকোনো পূর্ণ করেন স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। | 65,000 টাকা |
| সহকারি সমন্বয়কারী | ০১ | মাস কমিউনিকেশনে স্নাতক ডিগ্রী থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা আবশ্যিক। | 55,000 টাকা |
| সহযোগী চলচ্চিত্র প্রোগ্রামার | ০২ | ইভেন্ট ম্যানেজমেন্ট, ফিল্ম মেকিং বিষয়ে স্নাতক ডিগ্রী থাকতে হবে। | ৭০,০০০ টাকা |
| উৎসব সমন্বয়কারী | ০৪ | ইভেন্ট ম্যানেজমেন্ট, ফিল্ম মেকিং বিষয়ে স্নাতক ডিগ্রী থাকতে হবে। | 50,000 টাকা |
বয়স সীমা
এখানে(NFDC Recruitment 2025) আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত হতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
- বয়সের প্রমাণপত্র।
- এখানে আর প্রমাণপত্র।
- জাত শংসাপত্র।
- অভিজ্ঞতার প্রমাণপত্র।
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
আবেদন প্রক্রিয়া(NFDC Recruitment 2025)
প্রথমে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি কি ভালোভাবে দেখে নিন। তারপর নিজের নাম মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটি সম্পন্ন সঠিক পদ্ধতিতে ফিলাপ করুন। তারপর সেটিকে নির্দিষ্ট সময় এবং তারিখের মধ্যে জমা করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
| Official Link | Click Here |
| Official Website | Download PDF |









