NPCIL Job Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য আবারও সুখবর। রাজ্যে মাদ্র াজ অ্যাটমিক পাওয়ার স্টেশনে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। এই নিয়োগের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষানবিশ আইন। আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই করা যাবে।
গুরুত্বপূর্ণ তারিখ
| আবেদন শুরু | …. |
| আবেদন শেষ | ৩০/০৩/২০২৫ |
Read More: অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে একাধিক কর্মী নিয়োগ। ছেলে মেয়ে উভয়ই আবেদন করুন।
পদের বিবরণ(NPCIL Job Recruitment 2025)
ট্রেড শিক্ষানবিস (আই টি আই হোল্ডার)- এখানে(NPCIL Job Recruitment 2025) ৯২ টি শূন্য পদে রয়েছে। মাসিক বেতন৭,৭০০/- থেকে ৮,০৫০/- টাকা পর্যন্ত দেওয়া হবে। প্রাসঙ্গিক ট্রেডে আইটিআই পাশ করতে হবে। বয়স১৮ বছর থেকে ২৪ বছর হতে হবে।
ডিপ্লোমা শিক্ষানবিস- ১৪ টি শূন্য পদ রয়েছে। মাসিক বেতন ৮,০০০/-টাকা পর্যন্ত দেওয়া হবে। প্রাসঙ্গিক প্রকৌশল ক্ষেত্রে ডিপ্লোমা থাকতে হবে এবং সেটি ২০২০ থেকে ২০২৪ সালে উত্তীর্ণ হতে হবে। ১৮ থেকে ২৫ বছর বয়সে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
স্নাতক শিক্ষানবিস (নন ইঞ্জিনিয়ারিং)- ১৬ টি শূন্য পদ রয়েছে। মাসিক বেতন ৯,০০০/-টাকা ।নন ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রী থাকতে হবে এছাড়াও সেটি ২০২০ থেকে ২০২৪ সালে উত্তীর্ণ হতে হবে। বয়স ২১ বছর থেকে ২৮ বছর হতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আইটিআই,ডিপ্লোমা ,অথবা ডিগ্রী কোর্সে, প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই একটি মেধা তালিকা প্রকাশ করা হবে। সেই মেধা তালিকার উপর ভিত্তি করেই নিয়োগ প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া(NPCIL Job Recruitment 2025)
প্রথমে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে এবং বুঝে নিন। তারপর আবেদন পত্রটি ডাউনলোড করে ফর্মটি সঠিক প্রক্রিয়ায় ফিলাপ করে, আবেদন পত্রটি ডাকযোগে NPCIL মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পাঠিয়ে দিতে হবে। তবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
Important Link
| Official link | Click Here |
| Official Website | Download PDF |









