Prasar bharati Recruitment 2025: ভারতের পাবলিক সার্ভিস ব্রডকাস্টার প্রসার ভারতীতে কর্মী নিয়োগ!

By Ipsita Dey

Published On:

Follow Us
Prasar bharati Recruitment 2025

Prasar bharati Recruitment 2025: ভারতের পাবলিক সার্ভিস ব্রডকাস্টার প্রসার ভারতীতে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিলং এর দূরদর্শন কেন্দ্রের ভিডিও এডিট এর জন্য কিছু কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়ে গেছে। কিভাবে এই ভিডিও এডিটর পদে আবেদন করবেন? মাসিক বেতন কত হবে? সমস্ত কিছু জানতে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু২৭/০৩/২০২৫
আবেদন শেষ২৭/০৪/২০২৫

পদের নাম

এখানে(Prasar bharati Recruitment 2025) যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল- সম্পাদকীয় সহকারি, ভিডিও সম্পাদক, ওয়েবসাইট সম্পাদক।

Read more: কোল্ড ফিল্ডসে নতুন কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন।

পদের বিবরণ(Prasar bharati Recruitment 2025)

সম্পাদকীয় সহকারি- এখানে কর্মরত ব্যক্তিদের বেতন হিসেবে প্রতি শিফটে ২৪০০ টাকা করে দেওয়া হবে। আবেদনকারী কর্মীদের বয়স হতে হবে ২৫ থেকে ৫৫ বছর । যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী অর্জন করতে হবে যেমন সাংবাদিকতা বা গণযোগাযোগ ডিগ্রী বা ডিপ্লোমা। সংবাদ সংস্থার ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া জাতীয় আন্তর্জাতিক বিষয়ক জ্ঞান এবং একাধিক ভাষায় কাজ করার দক্ষতা থাকতে হবে।
নিযুক্ত প্রার্থীদের এখানে বুলেটিন রানডাউন এবং স্ক্রিপ্ট লিখতে হবে ভিজুয়াল এবং বাইট সম্পাদনায় ভিডিওর সম্পাদক কে নির্দেশনা দেওয়ার কাজ করতে হবে এবং সংবাদ আর বর্তমান বিষয়ে প্রোগ্রামের জন্য স্ক্রিপ্ট লিখতে হবে।

ভিডিও এডিটর- প্রতি শিফটে বেতন থাকবে ১৫০০ টাকা করে। আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৫০ বছর। শিক্ষাগত যোগ্যতা হিসাবে যেকোন বিশ্ববিদ্যালয় থেকে 12 পাস করতে হবে। এছাড়া ফিলম ও ভিডিও এডিটিং বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। কাজের দু বছরের অভিজ্ঞতা লাগবে। এখানে কর্মরত ব্যক্তিকে নিউজ বা প্রোগ্রামের জন্য ভিজুয়াল বা বাইক সম্পাদনা করতে হবে, মৌলিক গ্রাফিক্যাল উৎপাদন ব্যবহার করতে হবে এবং প্রোগ্রামগুলির সৃজনশীল সম্পাদনা করতে হবে

সহকারি ওয়েবসাইট সম্পাদক- এখানে কর্মরত ব্যক্তিদের প্রতি সুখে বেতন হবে ২১০০ টাকা করে। তাদের বয়স হতে হবে ২১ থেকে ৫০ বছর। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বা গণযোগাযোগ ডিগ্রি বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। কাজের দু’বছরের অভিজ্ঞতা থাকতে হবে সোশ্যাল মিডিয়া অপারেশন এবং ডিজিটাল মিডিয়া সম্পর্কে জ্ঞান থাকতে হবে

আবেদন প্রক্রিয়া

এখানে(Prasar bharati Recruitment 2025) আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে নিচে দেওয়া অফিশিয়াল লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে এবং বুঝে নিতে হবে তারপর সমস্ত প্রয়োজনীয় নথি গুলি একত্রিত করে আবেদনপত্র ইমেইল বা পোষ্টের মাধ্যমে পাঠাতে হবে। Email এর জন্য একটি পিডিএফ ফাইল তৈরি করতে হবে তারা যে বিভাগের জন্য আবেদন করছে সেটি উল্লেখ করতে হবে এবং নিচে দেওয়া ঠিকানায় পৌঁছে দিতে হবে।

ঠিকানা

প্রধান, আঞ্চলিক সংবাদ ইউনিট।
দূরদর্শন কেন্দ্র,
লাইটকর পিক,
শিলং, পিন ৭৯৩০১০,

Important Link

Official LinkClick Here
Official WebsiteDownload PDF

Leave a Comment