Sirsa BWS Recruitment 2025: সিরসা বিডব্লিউএস শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগ! ৪২টি শূন্য পদ রয়েছে।  

By Ipsita Dey

Published On:

Follow Us
Sirsa BWS Recruitment 2025

Sirsa BWS Recruitment 2025: সিরসা ভাকরা ওয়াটার সার্ভিস এর পক্ষ থেকে ১৯৬১ সালের শিক্ষানবিশ আইনের অধীনে একাধিক শূন্য পদের জন্য কর্মী নিয়োগ করা হবে বলে জানানো গেছে। সেখানে ড্রাফটসম্যান , স্টেনোগ্রাফার, সিওপিএ প্ল্যাম্বার, কার্পেন্টার, ও ইলেকট্রিশিয়ানের মতো বিভিন্ন ট্রেডে শূন্য পদ রয়েছে। আপনি যদি আবেদন করবেন ভেবে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু০৪/০৪/২০২৫
আবেদন শেষ৩০/০৪/২০২৫

Read More: গোয়া শিপইয়ার্ড লিমিটেড এর পক্ষ থেকে কর্মী নিয়োগ, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা।

পদের বিবরণ(Sirsa BWS Recruitment 2025)

পদের নামশূন্য পদের সংখ্যা
ড্রাফটম্যান০৯
স্টেনোগ্রাফার হিন্দি০৮
স্টেনোগ্রাফার ইংরেজি০৮
কোপা১১
প্লাম্বার
কাঠমিস্ত্রি
ইলেকট্রিশিয়ান

আবেদনের যোগ্যতা

হরিয়ানা বা চন্ডিগড় এর স্থায়ী বাসিন্দা হতে হবে। অথবা হরিয়ানা থেকে দশম শ্রেণী পাস করতে হবে। আবেদনের আরও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি টি ভালোভাবে দেখে নিন।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  1. আধার কার্ড
  2. যেকোনো একটি আইডি প্রুফ
  3. দশম শ্রেণীর সার্টিফিকেট
  4. ঠিকানার প্রমাণপত্র
  5. জাত সংস্থাপত্র
  6. পাসপোর্ট সাইজের রঙিন ছবি

আবেদন প্রক্রিয়া(Sirsa BWS Recruitment 2025)

সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে এবং বুঝে নিয়ে তারপর আবেদন পত্রটি সম্পূর্ণ নির্ভুলভাবে ফিলাপ করে নিজের নাম মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে তারপর প্রয়োজনীয় নথিপত্র গুলি একত্রিত করে নির্দিষ্ট সাইডে আপলোড করে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

প্রয়োজনীয় লিঙ্ক

Official Link Click Here
Official WebsiteDownload PDF

Leave a Comment