Swasthya Sathi 2025: খারাপ খবর সমস্ত রাজ্যবাসীর জন্য! ২ গুণ কমিয়ে দিল স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা।

By Ipsita Dey

Published On:

Follow Us
Swasthya Sathi 2025

Swasthya Sathi 2025: পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর জন্য দুঃসংবাদ ঘোষণা করলো রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্যের এমন অনেক আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার রয়েছে, যাদের পক্ষে বিপদকালীন অবস্থায় ভালো চিকিৎসা পাবার সুযোগ থাকে না।

সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্যের উন্নয়ন সাধনে অগ্রসর হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নজর থেকে এই সমস্ত পিছিয়ে পড়া পরিবারগুলিও বাদ যায়নি। যে সমস্ত পরিবার অর্থনৈতিক অভাবের কারণে ভালো চিকিৎসা পাচ্ছিলেন না, তাদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য শুরু হয়েছে স্বাস্থ্য সাথী প্রকল্প।

এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির মহিলা থেকে শুরু করে সমস্ত সদস্য বিপদকালীন ভালো চিকিৎসার সুযোগ পান। এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে উপভোক্তার স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার জন্য অর্থ সঞ্চয় করা হয়। এর জন্য একটাকাও খরচ করতে হয় না উপভোক্তাকে। সম্প্রতি স্বাস্থ্য সাথী প্রকল্পের আর্থিক সহায়তা কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য।

কমে গেল Swasthya Sathi 2025 প্রকল্পের আর্থিক সহায়তা

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে Swasthya Sathi প্রকল্প শুরু হওয়ার সময়ই যে সমস্ত উপভোক্তা রোগীরা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতেন, তাদের সুস্থ হওয়ার পর বাড়ি ফেরার পরিবহনের খরচ দেওয়া হত সরকারের পক্ষ থেকে। এই পরিবহন ভাতা হিসেবে ৬০০ টাকা দেয়া হতো রোগীর পরিবারকে।

আরও পড়ুন: AIIMS হসপিটালে ৪৬০০টি শূন্যপদে কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন করো।

তবে গত বছর থেকে Swasthya Sathi 2025 প্রকল্প সরাসরি রাজ্য সরকারের অধীনে চলে আসে। তারপর থেকেই রোগীর বাড়ি ফেরার পরিবহন খরচ কমিয়ে ৪০০ টাকা করে দেওয়া হয়। তবে বর্তমানে এটি এক ধাক্কায় ২০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পরিবহন খরচে হিসাবে প্রদত্ত ৪০০ টাকার মধ্যে ২০০ টাকা প্রশাসনিক খরচ হিসাবে কেটে নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। এই খবর পেয়ে যথেষ্ট অসন্তুষ্ট হয়েছে প্রকল্পের উপভোক্তারা।

সমস্যার মুখে রাজ্যের রোগীরা

চিকিৎসার পর রোগীর বাড়ি ফেরার সময় বেশ কিছুটা খরচ করতে হয়, রোগীর পরিবারকে। অনেক সময়ই সাধারণ পরিবহনের মাধ্যমে রোগীকে বাড়ি ফেরাতে হলে হিতে বিপরীত হয়। সেই কারণেই পরিবহন ভাতা হিসেবে স্বাস্থ্য সাথী প্রকল্পের সাথে ৪০০ টাকা পেতেন রোগীর পরিবার।

এবার এই টাকা কমে যাওয়ায় বিভিন্ন আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির পক্ষে রোগীকে বাড়িতে নিয়ে যাওয়ায় সমস্যা সৃষ্টি হচ্ছে। বর্তমানে প্রতিটি উপভোক্তা পরিবহন ভাতা হিসাবে আবারো ৬০০ টাকা প্রদান করার আর্জি জানিয়েছেন রাজ্য সরকারের কাছে। উপভোক্তাদের এই অনুরোধ স্বীকৃত হবে কিনা, তা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

Swasthya Sathi 2025 Official Website

Leave a Comment