WBSETCL Recruitment 2025: স্পেশাল অফিসার পদে নিয়োগ! আজই আবেদন করুন।

By Ipsita Dey

Published On:

Follow Us
WBSETCL Recruitment 2025

WBSETCL Recruitment 2025: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুখবর। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোং লিমিটেড এর পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে জানানো গেছে যে একটি চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে এবং সেটি স্পেশাল অফিসার পদে। পশ্চিমবঙ্গের ভূমি বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এখানে আবেদন করতে পারবেন। আবেদন কি করতে পারবেন ২৩শে এপ্রিল ২০২৫ বিকাল ৫ টা ৩০ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু০৩/০৪/২০২৫
আবেদন শেষ২৩/০৪/২০২৫

পদের নাম

এখানে(WBSETCL Recruitment 2025) যে পদে নিয়োগ করা হবে সেটি হল- স্পেশাল অফিসার (ভূমি)

শূন্য পদের সংখ্যা

এখানে একটি শূন্য পদ রয়েছে।

Read More: FLC কাউন্সেলর পদে কর্মী নিয়োগ! মাসিক বেতন ১৮ হাজার।

বয়স সীমা

আবেদনকারীর বয়স সর্বনিম্ন ৬০ বছর থেকে সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হবে এবং আবেদনকারীর বয়স ০১/০১/২০২৫ অনুযায়ী হিসাব করা হবে।

বেতন সীমা

এখানে কর্মরত ব্যক্তিদের মাসিক বেতন হিসেবে ৪৮ হাজার টাকা প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা(WBSETCL Recruitment 2025)

ইচ্ছুক আবেদনকারী প্রার্থীকে যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
এছাড়াও আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের ভূমি বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে। অবসর গ্রহণের আগে কমপক্ষে দু’বছর SDL& LRO / Dy. DL & LRO / Addl. LAO / SRO-I / SRO-II হিসাবে দায়িত্ব পালন করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  • ভোটার আইডি/প্যান/আধার কার্ড।
  • বয়সের প্রমাণপত্র।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  • অভিজ্ঞতার প্রমাণপত্র।
  • শেষ বেতনের সার্টিফিকেট।
  • শেষ নিয়োগকর্তার কাছ থেকে মুক্তির আদেশ।
  • পেনশন পেমেন্ট অর্ডার।

আবেদন প্রক্রিয়া

প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে এবং বুঝে নিতে হবে তারপর প্রয়োজনীয় সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশনসটি সম্পন্ন করতে হবে তারপর সব গুরুত্বপূর্ণ নথি গুলি একত্রিত করে ডাকযোগের মাধ্যমে অথবা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। এবং খামের উপর ‘বিশেষ কর্মকর্তা ভূমি পদের জন্য আবেদন’ লেখা থাকতে হবে।

ঠিকানা

জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড এ),
ট্রেনিং,
প্ল্যানিং অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস,
ডব্লিউবিএসইটিসিএল,
বিদ্যুৎ ভবন,
৮ম তলা, ডি-ব্লক,
সল্টলেক,
কলকাতা – ৭০০০৯১

নিয়োগ প্রক্রিয়া(WBSETCL Recruitment 2025)

ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে নিয়োগ প্রদান করা হবে ইন্টারভিউ টি কলকাতার সল্টলেকের বিদ্যুৎভবনে অনুষ্ঠিত হবে। ইন্টারভিউ এর তারিখ আগে থেকে জানিয়ে দেওয়া হবে। ইন্টারভিউ অংশগ্রহণ করার জন্য কোন টিএ /ডিএ প্রদান করা হবে না।

প্রয়োজনীয় লিঙ্ক

Official LinkClick Here
Official Website Download PDF
Apply LinkApply Now

Leave a Comment