Wildlife Institute Of India Vacancy 2025: ভারতবর্ষের বন্যপ্রাণী ইনস্টিটিউটে কর্মী নিয়োগ!

By Ipsita Dey

Published On:

Follow Us
Wildlife Institute Of India Vacancy 2025

Wildlife Institute Of India Vacancy 2025: ভারতবর্ষের বন্যপ্রাণী ইনস্টিটিউটে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নয়া দিল্লির পরিবেশে, এখানে আবেদনকারী প্রাথমিক একটি চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হবে। কিভাবে আবেদন করবেন? কিভাবে নিয়োগ পাবেন? সমস্ত কিছু জানতে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু……
আবেদন শেষ২১/০৪/২০।

নিয়োগ কারী সংস্থা

ওয়াইল্ড লাইফ ইন্সটিটিউট অফ ইন্ডিয়া (WII)

পদের নাম

এখানে (Wildlife Institute Of India Vacancy 2025) যে যে পদে নিয়োগ করা হবে সেগুলি হল- বৈজ্ঞানিক পরামর্শদাতা গ্রেড- ১, এবং তরুণ পেশাদার ফেলো।

Read More: শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগ, ২৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

শূন্য পদের সংখ্যা

বৈজ্ঞানিক পরামর্শদাতা পদে দুটি শূন্য পদ রয়েছে এবং তরুণ পেশাদার ফেলো পদে একটি শূন্য পদ রয়েছে।

বয়স সীমা

বৈজ্ঞানিক পরামর্শদাতা গ্রেড ১ আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে এবং তরুণ পেশাদার ফেলো পদে আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

বেতন সীমা

বৈজ্ঞানিক পরামর্শদাতা গ্রেড ১ পদের মাসিক বেতন ৯০ হাজার টাকা এবং তরুণ পেশাদার ফেলো পদের মাসিক বেতন ৭০ হাজার টাকা।

আবেদনের যোগ্যতা (Wildlife Institute Of India Vacancy 2025)

বৈজ্ঞানিক পরামর্শদাতা গ্রেড ১ পদে আবেদন করার জন্য যে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান অথবা সমমানের বিষয় নাটক ডিগ্রি অর্জন করতে হবে। বিএ বা বিটেক ডিগ্রী থাকতে হবে। বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সম্পর্কে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

তরুণ পেশাদার ফেলোপদে আবেদন করার জন্য যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান অথবা সম্মানের বিষয় স্নাতক উত্তর ডিগ্রি অর্জন করতে হবে। অথবা সমমান বিষয়ে বিএ / বিটেক ডিগ্রী থাকতে হবে। বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সম্পর্কে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  • বয়সের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আবেদনফি আর রশিদ
  • এক কপি রঙিন ছবি

নিয়োগ প্রক্রিয়া

ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউটের নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করেই নিয়োগ প্রদান করা হবে স্নাতক বা স্নাতক কর্তার ডিগ্রিতে নম্বর শতাংশ এবং বিশেষীকরণের প্রাসঙ্গিকতা এবং গবেষণার কাজের মতো বিষয়গুলিতে তাদের অভিজ্ঞতা যাচাই করে নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া(Wildlife Institute Of India Vacancy 2025)

প্রথমে আবেদন পত্র টি ডাউনলোড করে সঠিকভাবে ফিলাপ করতে হবে তারপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলি একত্রিত করে আবেদন ফি জমা করে সেই রশিদ সংযুক্ত করে ডাকযোগের মাধ্যমে বা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

প্রয়োজনীয় লিঙ্ক

Official LinkClick Here
Official WebsiteDownload PDF

Leave a Comment